পুজোর আগেই সকল পরীক্ষা নিয়ে নেওয়ার নির্দেশ ইউজিসি-র

পুজোর আগেই সকল পরীক্ষা নিয়ে নেওয়ার নির্দেশ ইউজিসি-র

নিজস্ব প্রতিবেদন, করোনা পরিস্থিতিতে পরীক্ষা দিতে যাওয়া রিস্কের মনে করে প্রথমদিকে পরীক্ষা বাতিল করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। আগের প্রাপ্ত নম্বর দেখে শিক্ষার্থীদের পাশ করিয়ে দেওয়া হবে, এমনটাই বলা হয়েছিল। তবে এবার বিশ্ববিদ্যালয়ের চূড়ান্ত বর্ষের পরীক্ষা বাতিলের আবেদন খারিজ করল সুপ্রিম কোর্ট।পরীক্ষা না নিয়ে কোনওভাবেই পাশ করানো যাবে না।

বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (UGC) নির্দেশিকা দিয়ে জানিয়েছে, ৩০ সেপ্টেম্বরের মধ্যে কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলিকে পরীক্ষা নিতে হবে।এদিকে পরীক্ষার্থীর সুরক্ষার কথা মাথায় রেখে সেপ্টেম্বরে কোনওভাবে পরীক্ষা নেওয়া যাবে না, জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। আবারও শোনা যাচ্ছে, অনেক বিশ্ববিদ্যালয় অক্টোবর মাস নাগাদ পরীক্ষা নেওয়ার তোড়জোড় চালাচ্ছে।

তবে এখনও বিশ্ববিদ্যালয়গুলি থেকে সঠিক সময় জানানো হয়নি পরীক্ষার। তবে জানানো হয়েছে, যে এ বছর পরীক্ষার পদ্ধতির বদল হবে। ইউজিসি-র নির্দেশ, দেশের কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলিকে আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে বাকি থাকা সমস্ত পরীক্ষা শেষ করতে হবে।

তবে করোনা পরিস্থিতি খুব খারাপ হলে সেই রাজ্য ৩০ সেপ্টেম্বরের পরে পরীক্ষা নিতে চাইলে তার জন্য ইউজিসি-র কাছে আবেদন জানাতে পারে। তাই নির্দেশ মেনে প্রস্তুতি নেওয়া শুরু করেছে কলেজগুলি। শিক্ষার্থীরাও প্রস্তুতি নিতে শুরু করেছে। কিন্তু এই করোনা আবহে কিভাবে সকল পরীক্ষা সুরক্ষার সঙ্গে নেওয়া যাবে, তা নিয়ে চলছে আলোচনা। অনেক বিশ্ববিদ্যালয়, যারা ইতিমধ্যে ফল প্রকাশ করে ফেলেছে। তারাও এবার পরীক্ষা নেওয়ার কথা ভাবছে। ইউজিসি-র নির্দেশ মতো অনেক কলেজ অনলাইন পরীক্ষা নেওয়ার কথাই ভেবেছে।

Leave a Comment