করোনার ত্রাসে গোটা বিশ্ব। প্রান- মন যেন হাঁপিয়ে উঠেছে। কবে যে ঘর থেকে খোলা প্রাকৃতিক পরিবেশে নিজেকে ভাসাতে পারবে- এই আশাতেই বুক বাঁধছে পৃথিবীবাসী। ভ্রমণপিয়াসী মধ্যবিত্ত বাঙালীরা ‘দীপুদা’ ছাড়া যে বড্ড অসহায়। ইতিমধ্যেই দীঘায় আনাগোনা তো শুরু হয়েই গিয়েছে। কিন্তু পুরীর মন্দির তো বন্ধ। এবার সুখবর শোনালো পাহাড়। সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহেই সম্ভবত খুলছে দার্জিলিং সহ সংলগ্ন পর্যটন কেন্দ্রগুলি। পূজোর আগে এর থেকে ভালো খবর আর কিছু হয়তো হয়ই না।
রবিরার সন্ধ্যায় জিটি-র বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হলেও ৭ই সেপ্টেম্বর তা সম্পূর্ণভাবে ঘোষণা করা হবে। খুব বেশি হলে হয়তো ১০ তারিখ। তারপরই হাতছানি দেবে পাহাড়। পর্যটক দের স্বাগত জানাতে হোটেল, লজ, রিসর্ট, রেষ্টুরেন্ট, মার্কেট থেকে শুরু করে ট্রাভেল এজেন্সি গুলিও ইতিবাচকভাবে প্রস্তুতি নিচ্ছে পর্যটকদের আগমনের।
রবিবার ট্রাভেল এজেন্সি, পাহাড়ের হোটেল এসোসিয়েশন ও পর্যটন ব্যাবসার সাথে যুক্তদের নিয়ে বৈঠকে বসেন GTA চেয়ারম্যান অনীত থাপা। সেখানেই সিদ্ধান্ত নেওয়া হয় যে সেপ্টেম্বরের প্রথম সপ্তাহের করোনা পরিস্থিতি দেখেই ২য় সপ্তাহে সব পর্যটনকেন্দ্র গুলি খুলে দেওয়া হবে সর্বসাধারনের জন্য। পাঁচ মাস সম্পূর্ণ ব্যাবসা বন্ধ থাকায় পর্যটনশিল্পের ক্ষতির হার অনেকটাই বেড়ে চলেছে। তবে প্রস্তুতি চলছে যাতে সবদিক রক্ষা করেই এই কাজ করা যায়। পর্যটকরা হয়তো খুশিতে বাড়ির ধুলো পড়া ব্যাগগুলো পরিষ্কার করে গুছোতেও শুরু করে দিয়েছেন এই খবর পেয়ে।