নিরাপত্তা বাহিনীর তৎপরতায় ভেস্তে গেল কাশ্মীরে জঙ্গি হামলার ছক
নিজস্ব প্রতিবেদন, ভেস্তে গেল জম্মু – কাশ্মীরের জঙ্গি হামলার ছক। নিরাপত্তা বাহিনীর তৎপরতায় বড়সড় হামলা এড়ানো গেল। সোমবার সকালে জম্মু ও কাশ্মীরের সোপোর-কুপওয়ারা রোডের কাছে আরামপোরায় একটি সেতুর নীচে রাখা বালির বস্তা থেকে উদ্ধার হয় বিস্ফোরক ও আইইডি। ঘটনাস্থলে উপস্থিত বম্ব ডিসপোজাল স্কোয়াড।
বম্ব ডিসপোজাল স্কোয়াড ঘটনাস্থলে গিয়ে সাবধানতার সঙ্গে আইইডি নিস্ক্রিয় করেছে। জানা যায়, সেনাবাহিনী ও নিরাপত্তা বাহিনীরা প্রায় সময় সেই জায়গা দিয়েই যাতায়াত করেন। সূত্রের খবর, সোপোর-কুপওয়ারা রোড। জওয়ানদের গাড়িকে টার্গেট করেই সোপোর-কুপওয়ারা রোডে সন্ত্রাসবাদীরা আইইডি বিস্ফোরণের ছক কষেছিল বলে মনে করা হচ্ছে।
পুলওয়ামা জেলা ও বদগামের সংযোগরক্ষাকারী রাস্তার সেতুর নীচে বিস্ফোরক রাখা ছিল। দিনকয়েক আগেই জম্মু ও কাশ্মীরের পুলওয়ামা জেলার তুজান গ্রামের কাছ থেকে IED উদ্ধার করে বাহিনী। সঠিক সময়ে নিরাপত্তা বাহিনী সঠিক পদক্ষেপ নেয়।