নাম বদলাচ্ছে ভোডাফোন

ব্যবসায় ক্ষতি আর তার সাথে স্পেক্ট্রাম ও লাইসেন্স ফি বাবদ প্রচুর বকেয়া টাকা, ইত্যাদির কথা মাথায় রেখে বাজার থেকে প্রায় ২৫ হাজার কোটি টাকা তোলার সিদ্ধান্ত নিল ভোডাফোন-আইডিয়া। দুই সংস্থার মেলবন্ধনে একটি নতুন ব্র্যান্ড “ভি” -এর কথা ও জানাল তারা। বাজার থেকে প্রায় ১ লক্ষ কোটি টাকা পুঁজি সংগ্রহের জন্য ৩০ সেপ্টেম্বর তাদের বার্ষিক সভায় শেয়ারহোল্ডারদের কাছ থেকে অনুমতি চাওয়া হবে।

তবে এয়ারটেল এর পাশাপাশি এবার মাসল বৃদ্ধি ইঙ্গিত দিয়েছে ভোডাফোন- আইডিয়াও। তাদের এমডি তথা সিইও রবীন্দ্র টক্কর মাশুল বৃদ্ধির ইঙ্গিত দেন, তবে বকেয়া স্পেক্ট্রাম ও লাইসেন্স ফি মিটানোর জন্য সুপ্রিমকোর্টের দেওয়া ১০ বছরের সময়সীমাতে তিনি খুশি। তার মতে ইতিমধ্যেই ১০% বকেয়া টাকা মেটানো হয়েছে। মাসুল বাড়ানোর ইঙ্গিত দিয়ে তিনি বলেন মোবাইলের ফি নিয়ন্ত্রক সংস্থা ট্রাই-ও এটি নিয়ে আলোচনা শুরু করেছে। ভোডাফোন- আইডিয়ার চেয়ারম্যান কুমারমঙ্গলম বিড়লা এবং ভোডাফোনের শীর্ষকর্তা নিক রিড জানান যে তারা “ডিজিটাল ইন্ডিয়া” কর্মসূচির অংশ হতে চান।

Leave a Comment