নাম নাকি পাসওয়ার্ড ?

হাইব্রিড কার টেসলা এবং স্পেস এক্স এর কর্ণধার, পৃথিবীর প্রথম ১০ ধনী ব্যক্তিদের মধ্যে একজন এলন মাস্ক গত মে মাসে জানিয়েছিলেন যে তার প্রেমিকা গ্রিমস একটি পুত্র সন্তান জন্ম দিয়েছেন, তবে তার নাম শুনে চোখ কপালে উঠেছে নেটাগরিকদের।

সম্প্রতি জার্মানিতে দেওয়া একটি সাক্ষাৎকারে তাকে তার ছেলের নাম জিজ্ঞেস করলে তিনি সেটি উচ্চারণ করতে একটু হকচকিয়ে যান এবং বলেন যে ছেলের নাম রাখা হয়েছে “এক্স এই এ-১২ মাস্ক”।

তবে এই নাম এখন নেট দুনিয়াতে রসিকতার বিষয়বস্তু হয়ে গেছে। ইলন মাস্ক ভক্তদের মতে এটির নাম নাকি কোন কোডনেম নাকি কোন পাসওয়ার্ড সেটিও বোঝার উপায় নেই এবং এই নাম উচ্চারণ কি করে করতে হবে তাও অজানা।

এলন মাস্ক

Leave a Comment