‘দ্রুততম ক্যালকুলেটরের শিরোপা’ মাইন্ড স্পোর্টস অলিম্পিয়াডে সোনা জয়ী ভারতীয় ছাত্রের

দ্রুততম ক্যালকুলেটরের শিরোপা’ মাইন্ড স্পোর্টস অলিম্পিয়াডে সোনা জয়ী ভারতীয় ছাত্রের

নিজস্ব প্রতিবেদন, কম্পিউটারের চেয়েও দ্রুত, বিশ্ব রেকর্ড ভাঙলেন ভারতীয় এক ছাত্র। প্রখ্যাত গণিতবিদ শকুন্তলাদেবী ছিলেন কম্পিউটারের চেয়েও দ্রুত।এবার বিশ্বের দ্রুততম ক্যালকুলেটরের শিরোপা জিতলেন দিল্লি বিশ্ববিদ্যালয়ের ছাত্র নীলকান্ত ভানু প্রকাশ। মাত্র ২১ বছর বয়েসে তিনি প্রথম ভারতীয় হিসেবে লন্ডন আয়োজিত মাইন্ড স্পোর্টস অলিম্পিয়াডে মেন্টাল ক্যালকুলেশন ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে সোনা জিতলেন।

নীলকান্ত ভানু প্রকাশ হায়দরাবাদের বাসিন্দা, দিল্লি বিশ্ববিদ্যালয়ের সেন্ট স্টিফেন্স কলেজের ছাত্র। গত ১৫ অগাস্ট লন্ডনে আয়োজিত হয় মাইন্ড স্পোর্টস অলিম্পিয়াড। করোনা আবহে এই প্রতিযোগিতা ভার্চুয়াল হয়। মেন্টাল স্কিল ও মাইন্ড স্পোর্টসের ক্ষেত্রে এই প্রতিযোগিতাই গোটা বিশ্বের ক্ষেত্রে সবচেয়ে সম্মানজনক। ১৩ টি দেশের ৩০ জন প্রতিযোগী এই প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন। ৬৫ নম্বর বেশি পেয়ে প্রথম হন নীলকান্ত ভানু প্রকাশ। দ্বিতীয় হন লেবাননের বাসিন্দা এবং তৃতীয় স্থান পান সংযুক্ত আরব আমিরশাহীর এক বাসিন্দা।

ভানু প্রকাশের ইচ্ছে ভবিষ্যতে ‘ভিশন ম্যাথ’ নামে একটি গবেষণাগার প্রতিষ্ঠা করবেন, যেখানে ছোট ছেলেমেয়েদের মধ্যে অঙ্কের প্রতি ভালোবাসা ও আগ্রহ গড়ে তুলবেন। নীলকান্ড জানান, “আমি চাই আমার এই উদ্যোগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সাহায্য করুন। এই ভিশন ম্যাথ বাস্তবায়িত হলে তা ভারতকে অঙ্কের দুনিয়ায় আরও এগিয়ে যেতে সাহায্য করবে এবং ভারতকে অঙ্কের পুরনো গৌরব ফিরিয়ে দেবে।” তাঁর মতে শিশুদের ছোটবেলা থেকে অঙ্কের চর্চা করা গেলে, যাদের মনে অঙ্ক নিয়ে ভীতি রয়েছে তা কেটে যাবে।একদম ছোটবেলা থেকে সাহিত্য শেখানো যতটা প্রয়োজনীয়, গণিতশাস্ত্র শেখানোও ততটাই প্রয়োজনীয়।

চার-চারটি বিশ্ব রেকর্ড এবং ৫০টি লিমকা রেকর্ডের অধিকারী তিনি। এবার এর সঙ্গে যুক্ত হল বিশ্বের দ্রুততম ক্যালকুলেটরের শিরোপা। সংবাদসংস্থা এএনআই-কে দেওয়া সাক্ষাত্‍কারে নীলকান্ত বলেছেন, “আমার ব্রেন ক্যালকুলেটরের থেকেও দ্রুত কাজ করে। এক সময় এই রেকর্ড প্রখ্যাত দুই গণিতবিদ স্কট ফ্ল্যানসবুর্গ এবং ভারতের শকুন্তলা দেবীর কাছে ছিল। সেই রেকর্ড ভাঙা সত্যিই জাতীয় গর্বের বিষয়। ভারতকে গোটা বিশ্বের অঙ্কের দুনিয়ায় প্রতিষ্ঠিত করতে আমার যেটুকু সাধ্য তা করেছি।”

Leave a Comment