দেশে দৈনিক আক্রান্ত টপকালো ফের ৮৯ হাজার
নিজস্ব প্রতিবেদন, দেশে দৈনিক আক্রান্ত ফের ৮৯ হাজার ছাড়ালো। ব্রাজিল টপকে দেশে মোট আক্রান্তের সংখ্যাও ৪৩ লক্ষ পেরিয়েছে। সামনে এবার রয়েছে আমেরিকা। করোনা সংক্রান্ত চিন্তা আগের থেকে এখন কম হলেও রোগীর সংখ্যা প্রতিদিন ৮৫ হাজার পেরোচ্ছে।
কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের বুলেটিন অনুযায়ী শেষ চব্বিশ ঘন্টায় আক্রান্ত হয়েছেন মোট ৮৯,৭০৬ জন। তার আগের দিন দেশে দৈনিক আক্রান্ত ছিল ৭৫,৮০৯ জন। চিন্তার বিষয় হলো যখন আমেরিকা ও ব্রাজিলে সক্রিয় রোগীর সংখ্যার গ্রাফ নিম্নমুখী। সেই সময় ভারত লাফিয়ে বাড়ছে সক্রিয় রোগীর সংখ্যা।
রেকর্ড বলছে, গতকাল মোট ১,১১৫ জন করোনা রোগী মারা গিয়েছেন। মোট মৃত্যুর সংখ্যা আজ ৭৩ হাজার পেরিয়ে গিয়েছে। তবে অন্যান্য দেশের তুলনায় ভারতের মৃত্যুর সংখ্যাটা অনেক কম। দেশে বর্তমানে মৃত্যু হার ১.৭০ শতাংশ। পাশাপাশি সুস্থে র হারও নেহাত কম নয়। ভারতে ৯০% সংক্রমণের খবর মিলেছে মহারাষ্ট্র, তামিলনাড়ু, কর্ণাটক, অন্ধ্রপ্রদেশ সহ বেশ কিছু রাজ্যে।