দেখে নিন ভারতের কোন রাজ্যের বিধান সভার সেসনে যোগদানের জন্য করোনা পরীক্ষা বাধ্যতামূলক করা হল

নিজস্ব প্রতিবেদনঃ– আজ ২৭ শে আগষ্ট। করোনার আতঙ্কে আমাদের প্রাণ ওষ্ঠাগত। এক নাগাড়ে কয়েক মাসে করোনাতঙ্কে ভুগে ভারত সহ বিশ্ববাসী ক্লান্ত এবং শ্রান্ত। ইতিমধ্যেই শুরু হবে আনলক ৪ এর পালা। শোনা যাচ্ছে খুলে দেওয়া হবে অনেক কিছুই। তার মধ্যে আছে অবশ্যই রেল পরিশেষা।
কিন্তু ইতি মধ্যেই করোনা ভাইরাস নিয়ে আরো একটা চোখে পড়ার মতো খবর আমাদের হাতে এসেেছ । অনেকেই হয়তো আবগত আছেন যে গত পরশু মাননীয়া কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীর নেতৃত্বে বিরোধীরা ভিডিও কনফারেন্সের মাধ্যমে বৌঠকে যোগদান করেন। তার মধ্যে ছিলেন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী মাননীয় ক্যাপ্টেন অমরেন্দর সিং। বৈঠকের মাঝেই তিনি জানান যে তার বিধান সভার সেসনের মাত্র দুই দিন আগে তাঁর রাজ্যের এম.এল.এ এবং মন্ত্রী মিলিয়ে মোট ২৩ জন করোনা ভাইরাসে আক্রান্ত। এই ভয়াবহ চিত্র সামনে আসতেই পাঞ্জাব বিধান সভার মাননীয় স্পিকার রানা কে.পি. সিং বিধান সভা সেসনে যোগদানের জন্য প্রত্যেক এম.এল.এ, মন্ত্রী, অফিসার এবং এম্পিয়দের করোনা ভাইরাসের পরীক্ষা বাধ্যতামূলক করেন।
করোনা ভাইরাস মোকাবিলার জন্য পাঞ্জাব বিধানসভার স্পিকারের নেওয়া এই পদক্ষেপ যথেষ্ট প্রশংসনীয় বলেই মনে করছে সংশ্লিষ্ট মহল।

Leave a Comment