দুর্ঘটনায় মারা গেলেন কলকাতা পুলিশের প্রথম মহিলা ওসি

দুর্ঘটনায় মারা গেলেন কলকাতা পুলিশের প্রথম মহিলা ওসি

নিজস্ব প্রতিবেদন, পথ দুর্ঘটনায় মারা গেলেন কলকাতা পুলিশের প্রথম মহিলা ওসি দেবশ্রী চট্টোপাধ্যায়। শুক্রবার প্রায় সকাল ৬টার সময় দুর্গাপুর এক্সপ্রেস ওয়ে দিয়ে শিলিগুড়ি ডাব গ্রাম থেকে বেহালা পর্ণশ্রীতে তার নিজের বাড়ি ফেরার সময এই ঘটনাটি ঘটে। দুর্ঘটনায় মারা গেছেন পুলিশ আধিকারিক সহ গাড়িচালক ও নিরাপত্তারক্ষীর।

নর্থ পোর্ট থানার প্রাক্তন ওসি ছিলেন দেবশ্রী চট্টোপাধ্যায়। বেহালার বাসিন্দা তিনি। মৃতদেহ গুলিকে হুগলির ইমামবাড়া হাসপাতাল এই ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। ঘটনার সময় থাকা প্রত্যক্ষদর্শীদের দাবি, আজ সকালবেলা পুলিশের এই গাড়িটির খুব দ্রুত বেগে দাদপুরের কাছে দুর্গাপুর এক্সপ্রেস ওয়ের দিকে যাচ্ছিল এবং হঠাৎ করে গতি হারিয়ে ফেলে গাড়িটি সোজা একটি বালিবোঝাই করা লরিতে এসে ধাক্কা মারে।

ঘটনার সাথে সাথেই থেকে সবাইকে উদ্ধার করে সেখানকার চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাদের মৃত বলে ঘোষণা করে দেওয়া হয়। জানা গেছে, হাসপাতালে উপস্থিত ছিলেন হুগলি গ্রামীণ পুলিশ সুপার তথাগত বসু। কিভাবে ঘটনাটি গোল্ড ঘটল এই ব্যাপারে আরো খতিয়ে দেখছে পুলিশ। এছাড়াও প্রত্যক্ষদর্শীদের বিভিন্ন বক্তব্য জানার চেষ্টা করছে।

Leave a Comment