ত্রাণের টাকা নিয়ে দুর্নীতির অভিযোগ বিজেপি সাংসদ অর্জুন সিং- এর বিরুদ্ধে
নিজস্ব প্রতিবেদন, এবার ত্রাণের টাকা নিয়ে দুর্নীতির অভিযোগ ব্যারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিংয়ের বিরুদ্ধে। তাঁর ও তাঁর ভাইপো সৌরভ সিংয়ের বিরুদ্ধে উঠেছে এই অভিযোগ। রাজ্যের দুর্নীতি দমন শাখা (অ্যান্টি করাপশন ব্রাঞ্চ) তাঁদের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে।
যদিও অভিযোগের কথা শুনে সেগুলিকে পুরোপুরি অস্বীকার করেছেন সাংসদ অর্জুন সিং। তিনি ত্রাণ তহবিল নিয়ে দুর্নীতির অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন বলে জানান।
চেয়ারম্যান রিলিফ ফান্ডের ১০ কোটি টাকা ট্রান্সফার করা হয়েছে বেনামে অন্য অ্যাকাউন্টে। এর অভিযোগ উঠেছে সাংসদ অর্জুন সিংয়ের বিরুদ্ধে, সাথে নাম তাঁর ভাইপো সৌরভ সিংয়েরও। লেনদেনে যুক্ত ব্যাঙ্কগুলির সমস্ত নথি খতিয়ে দেখার পর আর্থিক তছরুপের ঘটনা সামনে আসে। তদন্তকারী আধিকারিকরা জানতে পারেন যে, সরকারি নিয়ম ভেঙে এই ত্রাণ তহবিল তৈরি করা হয়। এরপরই এফআইআর দায়ের করা হয় সাংসদ ও তাঁর ভাইপোর বিরুদ্ধে।