আমাদের সৌন্দর্যের অন্যতম চাবিকাঠি হলো আমাদের হাসি। হাসির সাথে সম্পর্কিত প্রধান বিষয় হলো দাঁত। তাই দাঁত যদি ঝকঝকে না হয় তবে সেই হাসির মূল্যই বা কজন দেয়? দাঁতের হাইজিন মেইনটেইন শরীর সুস্থ রাখার একটি প্রক্রিয়াও বটে। দাঁতের সমস্যা জীবনকে যন্ত্রনাদায়ক করে তোলে। দাঁত সম্পর্কে অসচেতনতা শরীরে রোগের বাসা বাঁধতে সাহায্য করে। সুতরাং দাঁত থাকতে দাঁতের মর্যাদা দেওয়াটাই বুদ্ধিমানের কাজ।
দাঁতের হলদেটে ভাব দূর করায় তুলসি পাতার জুরি মেলা দায়। এবং দাঁতের পক্ষে বেশ উপকারীও বটে। তাহলে জেনে নিন কীভাবে ব্যবহার করবেন তুলসি পাতা। অনেকগুলো তুলসি পাতা কে খুব ভালো করে রোদে শুকিয়ে নিতে হবে। তারপর সেগুলি গুঁড়ো করে যেকোন টুথপেষ্টের সাথে মিশিয়ে দিনে দুবার ব্রাশ করুন। এতে দাঁতের হলদেটে ভাব যেমন দূর হবে তেমনই মুখের দূর্গন্ধ দূর হবে। মুক্ত ঝকঝকে হাসি আপনাজে করে তুলবে অনেক বেশি আত্মবিশ্বাসী।