তদন্তের এ কি রূপ? করোনা নিয়ে তদন্তে নেমেও ইউহান গেল না WHO’র বিশেষজ্ঞরা
নিজস্ব প্রতিবেদন, গোটা বিশ্বে আজ করোনা তার প্রভাব বিস্তার করেছে। করোনাতে বহু মানুষ মারা গিয়েছে। আর এই অতিমারী করোনার উৎস হয়েছে চীনের ইউহান থেকেই। অনেকে মনে করেন, এটি চীনের সাজানো প্ল্যান ছিল। এরপর চীনের সঙ্গে বন্ধুত্বে ছেদ এনেছে বহু দেশ। গোড়া থেকেই বিশ্বের এরূপ অবস্থার দায়ী বেজিং-ই হয়ে এসেছে। কিন্তু এদিন বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) চীনের হয়ে কাজ করছে। হু করোনা গবেষণায় চীনের সঙ্গে টাচ-এ আছে, এমন অভিযোগ উঠেছে বহুবার। এবার এই করোনার মূল কারণ পরীক্ষা করতে ও প্রমান পেতে বিশেষজ্ঞদের নিয়ে গঠিত তদন্তকারী দলকে চিনে পাঠিয়েছিল আন্তর্জাতিক সংস্থা। কিন্তু সেই দল চিনে করোনার উৎসস্থল ইউহানেই যায়নি, এমন রিপোর্ট উঠে এসেছে।
জানা গিয়েছে, গত জুলাই মাসেই চিনে আসে দুই সদস্যের WHO-এর তদন্তকারী দল। প্রায় তিন সপ্তাহ ধরে তাঁরা তদন্ত চালান।এরপরই জানা যায়, ইউহান না গিয়েই ফিরে এসেছেন তাঁরা, যা প্রকাশ পেতেই চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এক শীর্ষ মার্কিন আমলার মতে, এই তদন্তের পরিণতি যে কী তা সবার জানা। সংক্রমণ ছড়ানোর যেটুকু প্রমাণ অবশিষ্ট ছিল এবার তাও লোপাট হয়ে গেল।‘Financial Times’-এর খবরের মতে WHO’র বিশেষজ্ঞরা জানিয়েছেন, সশরীরে হুবেই প্রদেশের রাজধানী তথা করোনার উৎসস্থল ইউহান যাননি তাঁরা। তদন্তের স্বার্থে ভিডিও কলের মাধ্যমেই ‘Wuhan Institute of Virology’-এর শীর্ষ বিজ্ঞানীদের সঙ্গে আলোচনা সেরে ফেলেন তাঁরা।
সকলেরই অভিযোগ ছিল, চীনের ইউহান প্রদেশ থেকে করোনা সংক্রমণ ঘটেছে। তাহলে তাঁরা ইউহান যায়নি কেন? WHO জানায়, আন্তর্জাতিক বিশেষজ্ঞদের নিয়ে তৈরি তদন্তকারী দলটি চিনে আসার আগে তাঁরা জমি তৈরি করার কাজ করছেন মাত্র। ফলে এখনই সশরীরে ইউহান না গেলেও চলবে।