ট্রাম্পের কাজে আপ্লুত বন্ধু মোদী

ট্রাম্পের কাজে আপ্লুত বন্ধু মোদী

নিজস্ব প্রতিবেদন, ভ্যাকসিন আবিষ্কারের জন্য গোটা বিশ্বের বিজ্ঞানীরা গবেষণা চালিয়ে যাচ্ছে। সম্প্রতি করোনা সংক্রমণের মাত্রা কিছুটা কমলেও আতঙ্ক এখনও কাটেনি। তবে বর্তমানে দেশে করোনা টেস্টের সংখ্যা অনেক বেড়েছে, সাথে বেড়েছে রিসার্চ সেন্টার ও কয়ারেন্টাইন সেন্টারের সংখ্যাও। জানা গিয়েছে, আমেরিকায় করোনা টেস্টের সংখ্যা বেশি হওয়ায় আক্রান্তের সংখ্যাও বেশি।

আমেরিকার এরূপ পরিস্থিতিতে যেভাবে করোনা টেস্ট হচ্ছে, তারফলে মুগ্ধ হয়েছেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, এমনটাই জানালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন প্রশাসনের ব্যাপক প্রশংসাও করেছেন মোদী। গত কয়েকদিন ধরে করোনা কতটা মারাত্মক হতে পারে, তা জানা সত্ত্বেও সেই ভাইরাসকে খাটো করে দেখেছে ট্রাম্প। সেকথা বব উইওয়ার্ডের কাছে স্বীকার করেছেন ট্রাম্প। তার জেরে গত কয়েকদিন ধরে ট্রাম্পের প্রতি ক্ষোভ আরও বেড়েছে।

এবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করলেন, “আমেরিকার নমুনা পরীক্ষায় মুগ্ধ হয়েছেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেজন্য মার্কিন প্রশাসনের ব্যাপক প্রশংসাও করেছেন তিনি”। পাশাপাশি তিনি আরও বলেন, “করোনা পরীক্ষার নিরিখে বিশ্বে আমরা বহু যোজন এগিয়ে আছি। নমুনা পরীক্ষার কর্মূসচিতে আমরা দুনিয়ায় সেরা। আমরা ভারতের থেকে বেশি মানুষের পরীক্ষা করিয়েছি, অনেক বড় দেশ মিলিয়ে যত সংখ্যা হয়, তার থেকে বেশি পরীক্ষা করেছি আমরা। ভারত দ্বিতীয় স্থানে আছে। আমরা ভারতের থেকে ৪৪ মিলিয়ন এগিয়ে আছি। ওদের ১.৫ বিলিয়ন মানুষ আছেন।”

তবে এটা এখনও স্পষ্ট নয় যে মোদীর সঙ্গে ট্রাম্প- এর কবে কথা হয়েছে। যদিও বর্তমান পরিসংখ্যান অনুযায়ী অবশ্য ট্রাম্পের সেই দাবি মিলছে না। কারণ সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশনের পরিসংখ্যান অনুযায়ী, মার্কিন মুলুকে ৯৫.৬ মিলিয়ন নমুনা পরীক্ষা হয়েছে। ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চের তথ্য অনুযায়ী, ভারতে সেই সংখ্যাটা ৫৬.২ মিলিয়ন (৫৬,২৬০,৯২৮)। তবে ট্রাম্প স্পষ্ট বলেন, “প্রধানমন্ত্রী মোদী আমায় ফোন করেছেন এবং বলেছেন, টেস্টিংয়ের ক্ষেত্রে আপনি দুর্দান্ত কাজ করেছেন”।

Leave a Comment