টানা ৩৬ ঘন্টার পর হৃদস্পন্দন ফিরে পেল দিল্লির কিশোর
নিজস্ব প্রতিবেদন, টানা ৩৬ ঘণ্টা পর হৃদস্পন্দন ফিরে পেল বিদ্যুৎস্পৃষ্ট দিল্লির এক কিশোর। জানা যায়, গত ১ অগাস্ট দিল্লিতে প্রবল বৃষ্টির সময় সেখানকার এক এলাকায় দোকানের সামনে লোহার রেলিং-এর উপর হাইভোল্টেজ তাড় পড়েছিল। ভুল করে সেটাকে ছুঁয়ে ফেললে সঙ্গে সঙ্গে জ্ঞান হারিয়ে ফেলে সে। তারপরেই দ্রুত তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। টানা ৩৬ ঘণ্টা পর কিশোর আবার হৃদস্পন্দন শুরু হয়।
হাসপাতালের চিকিৎসক প্রিয়দর্শিনী পাল জানান, “ওই কিশোরকে যখন হাসপাতালে নিয়ে আসা হয়, তখন তার হৃদস্পন্দন ছিল না। পাওয়া যাচ্ছিল না পালস রেটও। দ্রুত রক্তচাপ কমছিল। বাঁচানোর সম্ভাবনা ছিল ক্ষীণ। দীর্ঘক্ষণ শরীরের ভিতরে বিদ্যুৎ প্রবাহিত হওয়ায় অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক ছিল। হৃদস্পন্দন বন্ধ হয়ে গিয়েছিল। আমরা ওকে সিপিআর দিয়েছিলাম। এই সমস্ত ক্ষেত্রে আমরা সিপিআর প্রয়োগ করি। ৩৬ ঘণ্টার মধ্যে ওই কিশোরের জ্ঞান ফিরে আসে। গত ৫ অগস্ট তাকে হাসপাতাল থেকে ছেড়ে দেওযা হয়েছে।‘‘
অন্যদিকে হাসপাতালের স্নায়ুরোগের চিকিৎসক সুধীর ত্যাগী জানান, চিকিৎসকদের উপস্থিত বুদ্ধি এবং দ্রুত সিদ্ধান্তের জন্য ওই কিশোরের জীবন বাঁচানো গিয়েছে। অল্প সময়ে তাদের চেষ্টা সফল হয়েছে।