কোজাগরী লক্ষ্মীপূজা সাধারণ মানুষ থেকে সেলেব সকলেই ধুমধাম করে পালন করে প্রতিবছর। কিন্তু অনান্য বছরের সাথে এই বছরের সব উৎসবের ছবি একেবারেই মিলবে না। দূর্গাপুজোর মতো বাঙালির শ্রেষ্ঠ উৎসবও পালন হলো আড়ম্বরহীন ভাবেই। তাই লক্ষ্মী পুজো তেও সকলেই ঘরবন্দী দশায় মেতেছেন দেবীর আরাধনায়। চোখে না দেখতে পেলেও এই প্রাণহানি ভাইরাস যে কতখানি ক্ষতিকারক সে সকল শহরবাসীর আজ নখদর্পনে। কিন্তু করোনা আবহের মধ্যেও বন্ধ যায়নি সাধারণ মানুষ তথা সেলেব দের ধনদেবীর আরাধনা।
টলিপাড়ায় অভিনেত্রী অপরাজিতা আঢ্যের বাড়ির লক্ষ্মীপূজা খুবই বিখ্যাত। প্রতিবছরই পুরোদস্তুর বাঙালি ঘরনি সাজে দেখা যায় তাকে নিজে হাতে লক্ষ্মীপূজার জোগাড় করতে। এবছর তিনি নিজেই করোনা আক্রান্ত। কিন্তু বন্ধ যায়নি দেবী আরাধনা। তিনি ও তার পরিবার হোম আইসোলেশনে থেকেও মুখে মাস্ক পড়ে করছেন ঠাকুরের জোগাড়। তবে এবছর সেই জাঁকজমকের অভাব রয়েছে।
পিছিয়ে নেই সাংসদ ও জনপ্রিয় অভিনেত্রী মিমি চক্রবর্তী-ও। শাড়ি পরে সেজে গুজে নিষ্ঠা ভরে ঠাকুরের জোগাড় করে পুজোয় বসেছেন তিনি।
অন্যদিকে মহানায়কের বাড়িতেও পুজো হয়েছে আভিজাত্যপূর্ণ ভাবেই। দেবী প্রতিমায় আজও গৌরিদেবীর মুখের আদল। বাড়ির পুজোয় মহানায়কের নাতি গৌরব চট্টোপাধ্যায়কে দেখা যায় সাদা জোর পরে সংকল্প করতে। অন্যদিকে তার হবু ঘরের লক্ষ্মীও নিজের বাড়িতে ভোগ রাঁধতে ব্যাস্ত।
সবমিলিয়ে করোনা উৎসব কে ছোট করলেও মানুষের মনের ভক্তিকে ছোট করতে পারেনি। আড়ম্বর না থাকলেও সমান আভিজাত্য ও ভক্তির সাথেই দেশজুড়ে আজ পালন হচ্ছে কোজাগরী লক্ষ্মী পুজো।