‘জয়েন্ট-নিট পরীক্ষা স্থগিত করুন’, প্রধানমন্ত্রীকে চিঠি লিখলেন মুখ্যমন্ত্রী
নিজস্ব প্রতিবেদন, জয়েন্ট, নিট স্থগিত চেয়ে মোদিকে চিঠি মমতার। সেপ্টেম্বরের শুরুতে স্থগিত চেয়ে দ্বিতীয় চিঠি মুখ্যমন্ত্রীর। ন্যাশনাল টেস্টিং এজেন্সি থেকে রাজ্য সরকারকে চিঠি, সেই চিঠির কথা উল্লেখ করেই প্রধানমন্ত্রীকে ফের চিঠি মমতার। করোনা আবহে ছাত্র-ছাত্রীদের নিয়ে উদ্বেগ প্রকাশ মুখ্যমন্ত্রীর। নির্দেশ পুনর্বিবেচনায় সুপ্রিম কোর্টে আবেদন করার অনুরোধ।
উল্লেখ্য বিগত কয়েকদিন ধরেই এই করোনা কালে পরীক্ষা নেওয়া নিয়ে বহু মানুষ সরব হচ্ছেন। সকলের এক দাবি, পরীক্ষা কিছুদিন পিছিয়ে দেওয়া হোক। করোনা কালে পরীক্ষা নেওয়াকে অনেক মানুষ বিরোধীতা করেন। এই বিরোধীতা সুপ্রিম কোর্ট পর্যন্ত গড়ায়। যদিও সুপ্রিম কোর্ট স্পষ্ট জানিয়ে দেয় যে নির্ধারিত দিনেই জেইই-মেন ও নিট পরীক্ষা নেওয়া হবেই। কোনো প্রকারেই পরীক্ষা পেছানো যাবে না। সুপ্রিম কোর্টের তরফ থেকে এও জানান হয় যে, ছাত্রছাত্রীদের ভবিষ্যতে কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যদিও সুপ্রিম কোর্টের এই নির্দেশ সারা দেশজুড়ে তীব্র সমালোচিত হয়েছে।
করোনা প্রকোপে লকডাউনের জেরে এপ্রিলের জেইই-মেন এবং নিট-ইউজি পরীক্ষা পিছিয়ে প্রথমে জুলাই করা হয়। পরে তা আরও পিছিয়ে সেপ্টেম্বরে আনার সিদ্ধান্ত নেয় কেন্দ্র। কেন্দ্রীয় নির্দেশিকা অনুযায়ী, এবার ১ থেকে ৬ সেপ্টেম্বরের মধ্যে জেইই-মেন পরীক্ষা হবে ও ১৩ সেপ্টেম্বর নেওয়া হবে নিট পরীক্ষা।