জোরদার ভূমিকম্পে কেঁপে উঠল নেপাল
নিজস্ব প্রতিবেদন, জোরদার ভূমিকম্পে কেঁপে উঠল নেপাল। বুধবার ভোর ৫টা বেজে ৪ মিনিট ৭ সেকেন্ডে নেপালের রাজধানী কাঠমান্ডু থেকে ৫০ কিলোমিটার পূর্বে এই কম্পন অনুভূত হয়। কয়েক সেকেন্ডের জন্য এই কম্পন অনুভূত করল গোটা কাঠমান্ডুবাসী। যদিও ক্ষয়ক্ষতির খবর এখনও জানা যায়নি।
ন্যাশনাল সিসমোলজি সেন্টার সূত্রে জানানো হয়েছে, কম্পনের মাত্র ছিল ৫.৪। জানা গিয়েছে, প্রথমে প্রচুর আতঙ্কিত হয়ে পড়েন সে সময় জেগে থাকা মানুষেরা। মাটি কেঁপে উঠতেই ভয় পেয়ে যান তাঁরা। অনেকেরই তখন ভালো করে ঘুম কাটেনি।আধোঘুমের মধ্যে কয়েক সেকেন্ডের কম্পনে ধড়মড়িয়ে উঠে বসেন।
এদিন মনে করিয়ে দেয় ২০১৫ সালের ২৫ এপ্রিলের ভয়াবহ স্মৃতি। পাঁচ বছর আগের সেই ভূমিকম্প এখনও ভোলেননি কেউ। রিখটার স্কেলে তার তীব্রতা ছিল ৭.৮। গোটা নেপালকে কাঁপিয়ে দিয়েছিল সেই ভূমিকম্প। দুর্যোগে লন্ডভন্ড অবস্থা হয়েছিল দেশটি।