জিও গ্রাহকদের জন্য টিভিতেই এবার খবরের কাগজ থেকে বই পড়ার সুযোগ

জিও গ্রাহকদের জন্য টিভিতেই এবার খবরের কাগজ থেকে বই পড়ার সুযোগ

নিজস্ব প্রতিবেদন, মোবাইল ইন্টারনেটের জগতে বিপ্লব আনার পর এক এক করে ঘর গৃহস্থালির নানান ইলেকট্রিক ডিভাইসের দিকেও ঝুঁকেছে জিও। মধ্যবিত্তের সাধ্যের মধ্যে এনেছে জিওটিভিক্যামেরা। টিভির মাধ্যমে জিও ফাইবার ব্যবহারকারীরা ভিডিও কলিংও করতে পারবেন। জিও ফাইবার গ্রাহকেরা সেট-টপ বক্সের মাধ্যমে ভিডিও কল করতে পারবেন।ফের জিও ফাইবার গ্রাহকদের জন্য এক দুর্দান্ত অফার নিয়ে এল জিও।

জিও নিউজ পরিষেবা এবার মিলবে জিও সেট টপ বক্সেও৷ বাড়িতে বসে টিভিতেই পড়া যাবে এবার লেটেস্ট খবর। ম্যাগাজিন থেকে শুরু করে ট্রেন্ডিং ছবি, ট্রেন্ডিং ভিডিও সহ আরও অনেক বিষয়ের লেটেস্ট আপডেট দেবে এই নতুন পরিষেবা। খরচ হবে না কোনও বাড়তি টাকা। এক কথায় বলে গেলে এক ছাতার নীচে মনোরঞ্জনের সমস্ত উপাদান রয়েছে জিও নিউজে৷

গ্রাহকরা নিজের পছন্দ মতো ভাষায় দেখতে পারবেন সেসকল জিনিস। বেছে নেওয়ার জন্য থাকবে ১২ টি ভাষা।প্রায় সাড়ে ৩৫০-এর উপর ই-পেপার ও ৮০০-এর উপর ম্যাগাজিন রয়েছে জিও নিউজের ভান্ডারে এবং তা ক্রমবর্ধমান। এটি হল একটি রেভিলিউশনারি ডিজিট্যাল নিউজ অ্যাপ। প্রথমসারির সংবাদপত্র, ম্যাগাজিন, ভিডিও- সমস্তকিছু দেখতে পারবেন টিভি তে। তবে এই সুবিধাগুলো শুধুমাত্র জিও সেট টপ বক্সের মাধ্যমে জিও ফাইবার গ্রাহকেরাই পাবেন।

Leave a Comment