জালিয়াতি করে এক দিল্লি বাসিন্দার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে সব টাকা গায়েব, গ্রেফতার ২
নিজস্ব প্রতিবেদন, বহুবার ব্যাঙ্ক জালিয়াতির ঘটনা আমাদের সামনে এসেছে। অজানা নম্বর থেকে ফোন করে, অ্যাকাউন্ট ব্লক হওয়ার কথা বলে ব্যাঙ্কের যাবতীয় খুঁটিনাটি তথ্য নিয়ে নেওয়া হয়। আর তার কিছুক্ষন পর দেখা যায়, ব্যাঙ্কের সমস্ত টাকা চুরি হয়ে গিয়েছে। এভাবেই আপনার ব্যাঙ্কের গোপনীয় তথ্য জেনে জালিয়াতি করা হয়। এই একই ঘটনা ঘটল এবার দিল্লির এক বাসিন্দার সঙ্গে।
তদন্তকারীরা অবাক হয়ে গেছে এটা জেনে যে এই জালিয়াতচক্রের জাল দিল্লি থেকে বাংলা পর্যন্ত বিস্তৃত।দিল্লির এক অধিবাসী সম্প্রতি অভিযোগ করেছেন যে একটি কয়েক মিনিটের ফোনালাপেই তার ব্যাংক অ্যাকাউন্টের প্রায় সব টাকা নিয়ে নেওয়া হয়েছে। দিল্লি পুলিশ তদন্ত শুরু করে বীরভূমের রাজনগরের যে জালিয়াতরা লুকিয়ে রয়েছে তা জানতে পারে। বৃহস্পতিবার দিল্লি পুলিশ সিউড়ি জেলা সংশোধনাগারে কাছ থেকে ওই জালিয়াতদের গ্রেপ্তার করে। এই কাজে তাদেরকে বীরভূম জেলা পুলিশ সাহায্য করেছে। জানা গিয়েছে, জালিয়াতরা প্রত্যেকেই জামতাড়া গ্যাংয়ের সদস্য। তাদেরকে গ্রেফতার করে আদালতে নিয়ে যাওয়া হয় এবং বিচারক শুনানির শেষে তাদের পাঁচ দিনের ট্রানজিট রিমান্ড মঞ্জুর করেন।
পুলিশ সূত্রে খবর, জালিয়াতিদের মধ্যে একজন ফোনে কথা বলে তথ্য জোগাড় করত ও অন্যজন অ্যাকাউন্ট নম্বর জোগাড় করত। এভাবেই তারা ব্যাঙ্ক থেকে সমস্ত টাকা হাতাতো। সব কাজ হলে, টাকা ভাগাভাগি করা হত।যে সবচেয়ে রিস্কের কাজ করত সে ১০ শতাংশ বেশি পেত। বারংবার এই জালিয়াতিদের ফাঁদে পড়া থেকে সাবধান হওয়ার কথা প্রচার করা হয়। তবু অনেকে অসাবধানতার জেরে ও জালিয়াতিদের চালাকির দ্বারা বড়সড় ভুল করে ফেলেন।