রিয়ালিটি শো-এর জগতে বরাবর ই শীর্ষ স্থানে দেখা গেছে বিগ-বস কে। তবে করোনা পরিস্থিতিতে এই শো হবে কিনা তা নিয়ে ভক্তদের মনে নানা জল্পনা চলছিলো। শুধু শো শুরু হলেই তো হবে না – এই শো এর প্রধান আকর্ষণ তো হোস্ট ও অংশগ্রহণকারীরা।
সব জল্পনার অবসান ঘটিয়ে ভক্তদের সুখবর দিলো কালার্স টিভি। বিগ বস ১৪ গ্র্যান্ড প্রিমিয়ার হবে ৩রা অক্টোবর, ২০২০। কিছুদিন আগেই শো-এর প্রোমো মুক্তি পেয়েছে, সেখানে সঞ্চালক হিসাবে সলমান খানকেই দেখা গিয়েছে। তাই এ বিষয়ে নিশ্চিত যে এবারেও তিনিই সঞ্চালনা করবেন। এবারের ঘরের থিম হলো জঙ্গল।
করোনাকালে তো একেই সবাই দীর্ঘ সময় ধরে ঘরবন্দী। এবার ঘরে বসে আরেকটি ‘ঘরের’ নানা কাণ্ডকারখানা দেখতে প্রস্তুত ফ্যানেরা। তবে ঘরে প্রবেশের পূর্বে সব অংশগ্রহনকারীদের কোভিড টেস্ট করা হবে। আর বিগ বস ও চ্যানেল কতৃপক্ষ সমস্ত রকমের হাইজিনিস ব্যাবস্থা রাখবেন। তবে শনিবার রাত ৯ টায় আপনি প্রস্তুত তো? চোখ রাখুন টিভির পর্দায়। এবারের সিজিনে দেখা যাবে নিয়া শর্মা, ভিবিয়ান ডিসেনা, নমিশ তানেজা, জ্যান ইমাম, আমির আলি, আকাঙ্খা পুরীর মতো সেলেবরা। এছাড়াও রয়েছেন, জসমীন ভাসিন, পবিত্র পুনিয়া, রামানন্দ সাগরের নাতনি সাক্ষী চোপড়া, এজাজ খান, নয়না সিং, সারা গুরপাল। দেখা যাক বাইরের প্যানডেমিক কাটিয়ে বিগ বসের ঘরে কেমন মানসিক প্রস্তুতি নিয়ে যান সেলেবরা।