জম্মু-কাশ্মীরে উদ্ধার বিপুল গোলাবারুদ, গ্রেফতার ২

জম্মু-কাশ্মীরে উদ্ধার বিপুল গোলাবারুদ, গ্রেফতার ২

নিজস্ব প্রতিবেদন, গোপন সূত্রে খবর পেয়ে বুধবার রাতে জম্মু-কাশ্মীরের বারামুলায় অভিযান চালান সুরক্ষা বাহিনী। আর সেই অভিযানে উদ্ধার হল বিপুল পরিমাণের গোলাবারুদ। গ্রেফতার হয়েছে দুজন। পুলিশের দাবি, এই দুজনই লস্কর-ই-তৈবার সঙ্গে যুক্ত।

কাশ্মীর পুলিশ সূত্রের খবর, বুধবার তাদের কাছে জঙ্গি কার্যকলাপের খবর আসে। সেই খবর পেয়েই সিআরপিএফ ও কাশ্মীর পুলিশের যৌথ টিম সজাগ হয় ও তল্লাশি শুরু করে বারামুলার বিভিন্ন চেক পেয়েন্টে। জেরা করে জানা গিয়েছে, ধৃত দুজনই লস্করের ওভার গ্রাউন্ড ওয়ার্কার। এদের বিরুদ্ধে বারামুলা থানায় আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে।

সূত্রের খবর, বুধবার বেলার দিকে একটি সাদা রঙের মারুতির চালকের ভাবগতিক দেখে সন্দেহজনক মনে হয় যৌথ বাহিনীর। বারামুলার সিংহপোরা ক্রসিংয়ে, যৌথ চেকপোস্টে পতাকা দেখিয়ে গাড়িটিকে থামতে বলা হয়। মারুতিতে তল্লাশি চালিয়ে দু’টি গ্রেনেড, একে-৪৭ এর ১০০ রাউন্ড গুলি, নিষিদ্ধ জঙ্গি সংগঠন লস্কর-ই-তৈবার দু’টি লেটার প্যাড পায় যৌথ বাহিনী। গ্রেফতার করা হয় মারুতিতে থাকা দুই ব্যক্তিকে। গাড়িটিও বাজেয়াপ্ত করা হয়েছে।

জম্মু-কাশ্মীর সীমান্ত যে এখনও সুরক্ষিত নয়, নিরাপত্তা যে সম্পূর্ণ নিশ্ছিদ্র করা যায়নি, তা আগেই মেনে নিয়েছে কেন্দ্র সরকার। রিপোর্ট অনুযায়ী গত এক বছরে কমপক্ষে ১১১ বার অনুপ্রবেশে সক্ষম হয়েছে জঙ্গিরা। প্রতিমন্ত্রী জি কিষান রেড্ডি জানান, “চলতি বছরের মার্চ মাস থেকে অগস্টের মধ্যে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে ১৩৮ জঙ্গি মারা পড়েছে”।

Leave a Comment