জম্মু-কাশ্মীরের কুপওয়ারা থেকে সশস্ত্র সহ ধৃত ২
নিজস্ব প্রতিবেদন, ভারতীয় নিরাপত্তা বাহিনীর বিশেষ অভিযানে হাতেনাতে ধরা পড়ে যায় দুই জঙ্গি। জম্মু-কাশ্মীরের কুপওয়ারা থেকে ধৃত ওই দুই জইশ-ই-মহম্মদের জঙ্গি। সেনা সূত্রে খবর, কুপওয়ারার ড্রাগমুলা এলাকায় ওই দুই জঙ্গি একটি গাড়িতে করে যাচ্ছিল। সন্দেহ হওয়াতে তল্লাশি চালায় ভারতীয় সেনা জওয়ানরা। তখনই গাড়ি থেকে একটি একে-৪৭ রাইফেল, দু’টি গ্রেনেড, বিস্ফোরক, গোলাগুলি-সহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।
জঙ্গিদের কাছ থেকে একে-৪৭ রাইফেল, বিস্ফোরক, গ্রেনেডের মতো একাধিক সরঞ্জাম উদ্ধার করতে সক্ষম হয়েছেন জওয়ানরা। এ ছাড়াও ধৃতদের থেকে নগদ ৭ লক্ষ টাকা মিলেছে। তৎক্ষণাৎ গ্রেফতার করে হয় ওই দুই জঙ্গিকে, পরে জেরা করা হলে জইশ-যোগের কথা জানতে পারে জওয়ানরা।
প্রসঙ্গত, চলতি বছরে জঙ্গিদমন অভিযানে উল্লেখযোগ্য সাফল্য পেয়েছে ভারতীয় নিরাপত্তা বাহিনী। এযাবৎ মোট ২৬জন জঙ্গি কম্যান্ডারকে নিকেশ করা হয়েছে। সেনা সূত্রের খবর, চলতি বছরের বিভিন্ন সময়ে সীমান্ত পেরিয়ে কাশ্মীর দিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা করার সময় পাকিস্তানের মোট ৯৮ জঙ্গিকে নিকেশ করেছেন সেনা জওয়ানরা।