করোনা আবহে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বারবার কটাক্ষের সম্মুখীন হয়েছে। দেশে করোনা পরিস্থিতি সামাল দিতে তিনি যে অক্ষম সেটা বারবার বিরোধীরা বলে এসেছে এর সাথে আরও জুড়েছে আমেরিকা জুড়ে বর্ণবিদ্বেষের বিরুদ্ধে আন্দোলন। এরমধ্যেই হাজার হাজার সমর্থক জোগাড় করে ইনডোর সমাবেশ করলেন তিনি নেভাদায়।
যেখানে ৫০ জনের বেশি এক জায়গায় জড়ো হওয়া এ নিষেধাজ্ঞা জারি করেছে স্থানীয় প্রশাসন সেখানে একটি ছোট জায়গার মধ্যে হাজারেরও বেশি সমর্থক নিয়ে সমাবেশ করলেন তিনি।
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছিলেন যে আমেরিকায় করোনায় মৃতের সংখ্যা এক লক্ষ ছাড়াবেনা সেখানে মৃতের সংখ্যা প্রায় ২ লক্ষ।
এদিকে বিশেষজ্ঞরা যথেষ্ট চিন্তিত যে ট্রাম্পের সমাবেশের পর সংক্রমণ সংখ্যা আরও বাড়বে কিনা তার কারণ কিছুদিন আগে ওকলাহোমায় একটি সমাবেশে তার প্রচার এর সাথে যুক্ত থাকা বেশ কিছু কর্মীর করোনা সংক্রমণ ধরা পড়েছিল। স্থানীয়দের কথায় প্রেসিডেন্ট নিজেই সরকারি নির্দেশ মানছেন না সেখানে তাদের কাছ থেকে আশা কি করে করা হচ্ছে যে তারা সরকারি নির্দেশ মানবেন।
এদিকে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন এর মতে ইউরোপে করোনার দ্বিতীয় ঝড় আসতে চলেছে, এবং বছরের শেষ নাগাদ মৃত্যু এবং সংক্রমণের হার দুটোই বাড়বে। গোটা বিশ্বে সংক্রমণ প্রায় তিন কোটি, প্রাণ হারিয়েছেন প্রায় ৯ লক্ষ ৩০ হাজার মানুষ।