চিন সেনার অগ্রসর রুখতে ভারতীয় সেনার গুলিবর্ষণ

চিন সেনার অগ্রসর রুখতে ভারতীয় সেনার গুলিবর্ষণ

নিজস্ব প্রতিবেদন, পূর্ব লাদাখে চিন সেনার অগ্রসর রুখতে গুলি চালায় ভারতীয় সেনা। গত তিনমাস ধরেই লাদাখে সীমান্ত সংঘাতের আবহ তৈরি হয়েছে ভারত ও চিনা সেনার মধ্যে। এদিন প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় হল দু পক্ষের গুলি বর্ষন।

যদিও চীনের পিপলস লিবারেশন আর্মি (পিএলএ) অভিযোগ তুলছে যে সোমবার প্যাংগং সো লেকের দক্ষিণ প্রান্তে ভারতীয় সেনা প্রকৃত নিয়ন্ত্রণ রেখা অতিক্রম করেছে। শুধু তাই নয়, ভারতীয় সেনা গুলিও চালিয়েছে বলে দাবি চীনের। এই পরিপ্রেক্ষিতে, এখনো পর্যন্ত ভারতের কোনোরকম প্রতিক্রিয়া জানা যায়নি।

চীন সরকারের মুখপত্র গ্লোবাল টাইমস সোমবার রাতে পিএলএ’এর পশ্চিম থিয়েটার কম্যান্ডের মুখপাত্রকে উদ্ধৃত করে বলেছে যে ভারতীয় সেনা শেনপাও পাহাড়ের কাছে প্যাংগং সো লেকের দক্ষিণ কূলে প্রকৃত নিয়ন্ত্রণ রেখা অতিক্রম করেছে। ৪৫ বছর পর এবার লাদাখ সীমান্তে গুলি চলল। অরুণাচল প্রদেশে ১৯৭৫ সালে শেষবার ভারত-চিন সীমান্তে গুলি চলেছিল।

সম্প্রতি, প্যাংগং লেকের দক্ষিণ তটের একটি গুরুত্বপূর্ণ শৃঙ্গ চিনাদের থেকে মুক্ত করে পুনঃদখল করেছে ভারতীয় সেনা। গতমাসে, চিনা ফৌজ একাধিকবার লাদাখের চুলসুল এলাকায় প্যাংগং লেকের দক্ষিণ তটের কাছ দিয়ে ভারতীয় ভূখণ্ডে অনুপ্রবেশ করার চেষ্টা চালিয়েছে। কিন্তু, প্রতিবার, ভারতীয় সেনার প্রতিরোধে তাদের সেই অপচেষ্টা প্রতিহত হয়েছে।

প্রসঙ্গত, গত ২৯-৩০ অগাস্ট থেকেই প্যাংগংয়ের দক্ষিণ অংশে বিবাদ শুরু হয়েছে। ভারতীয় সেনা চীনের প্ররোচনামূলক আগ্রাসনের পরিকল্পনা ভেস্তে দেওয়ার পর থেকেই চটে রয়েছে চীন। এই নয়া অভিযোগের তারই বহিঃপ্রকাশ বলে মনে করছেন কূটনৈতিক বিশেষজ্ঞরা।

সেনার অগ্রসর রুখতে ভারতীয় সেনার গুলিবর্ষণ

নিজস্ব প্রতিবেদন, পূর্ব লাদাখে চিন সেনার অগ্রসর রুখতে গুলি চালায় ভারতীয় সেনা। গত তিনমাস ধরেই লাদাখে সীমান্ত সংঘাতের আবহ তৈরি হয়েছে ভারত ও চিনা সেনার মধ্যে। এদিন প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় হল দু পক্ষের গুলি বর্ষন।

যদিও চীনের পিপলস লিবারেশন আর্মি (পিএলএ) অভিযোগ তুলছে যে সোমবার প্যাংগং সো লেকের দক্ষিণ প্রান্তে ভারতীয় সেনা প্রকৃত নিয়ন্ত্রণ রেখা অতিক্রম করেছে। শুধু তাই নয়, ভারতীয় সেনা গুলিও চালিয়েছে বলে দাবি চীনের। এই পরিপ্রেক্ষিতে, এখনো পর্যন্ত ভারতের কোনোরকম প্রতিক্রিয়া জানা যায়নি।

চীন সরকারের মুখপত্র গ্লোবাল টাইমস সোমবার রাতে পিএলএ’এর পশ্চিম থিয়েটার কম্যান্ডের মুখপাত্রকে উদ্ধৃত করে বলেছে যে ভারতীয় সেনা শেনপাও পাহাড়ের কাছে প্যাংগং সো লেকের দক্ষিণ কূলে প্রকৃত নিয়ন্ত্রণ রেখা অতিক্রম করেছে। ৪৫ বছর পর এবার লাদাখ সীমান্তে গুলি চলল। অরুণাচল প্রদেশে ১৯৭৫ সালে শেষবার ভারত-চিন সীমান্তে গুলি চলেছিল।

সম্প্রতি, প্যাংগং লেকের দক্ষিণ তটের একটি গুরুত্বপূর্ণ শৃঙ্গ চিনাদের থেকে মুক্ত করে পুনঃদখল করেছে ভারতীয় সেনা। গতমাসে, চিনা ফৌজ একাধিকবার লাদাখের চুলসুল এলাকায় প্যাংগং লেকের দক্ষিণ তটের কাছ দিয়ে ভারতীয় ভূখণ্ডে অনুপ্রবেশ করার চেষ্টা চালিয়েছে। কিন্তু, প্রতিবার, ভারতীয় সেনার প্রতিরোধে তাদের সেই অপচেষ্টা প্রতিহত হয়েছে।

প্রসঙ্গত, গত ২৯-৩০ অগাস্ট থেকেই প্যাংগংয়ের দক্ষিণ অংশে বিবাদ শুরু হয়েছে। ভারতীয় সেনা চীনের প্ররোচনামূলক আগ্রাসনের পরিকল্পনা ভেস্তে দেওয়ার পর থেকেই চটে রয়েছে চীন। এই নয়া অভিযোগের তারই বহিঃপ্রকাশ বলে মনে করছেন কূটনৈতিক বিশেষজ্ঞরা।

Leave a Comment