কিছুদিন আগে আমেরিকার ৩ চিনা ছাত্রকে রাষ্ট্রীয় নিরাপত্তার কারণে গ্রেপ্তার করা হয়েছিল, বন্ধ করা হয়েছিল হিউস্টনের চীনা দূতাবাস। আমেরিকার গুপ্তচর সংস্থা বলেছিল ওই তিন চীনা ছাত্র স্টুডেন্ট ভিসায় এসে আমেরিকায় গুপ্তচরবৃত্তি করছে। এবার প্রায় হাজারেরও বেশি চিনা ছাত্রদের ভিসা ক্যানসেল করল আমেরিকা। হোয়াইট হাউজ একটি বিবৃতিতে জানায় যে দেশের অভ্যন্তরীণ নিরাপত্তার জন্যই চিনা ছাত্র এবং গবেষকদের ভিসা ক্যানসেল করা হয়েছে। এই মুহূর্তে আমেরিকার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে চিনা পড়ুয়ার সংখ্যা প্রায় সাড়ে তিন লক্ষ।
মার্কিন বিদেশমন্ত্রক থেকে জানানো হয়েছে ” গত ২৯মে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যা ঘোষণা করেছিলেন, ঠিক সেই মত পদক্ষেপই নেওয়া হয়েছে। এই বছরের ৮ সেপ্টেম্বর অবধি এক হাজারেরও বেশি চিনা পড়ুয়া এবং গবেষকের ভিসা ক্যানসেল করা হয়েছে, দেশের নিরাপত্তার ক্ষেত্রে তারা বিপদজনক হতে পারে এবং সেই জন্যই সরকারের পক্ষ থেকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে”। তবে হোয়াইট হাউসের এই সিদ্ধান্তের জন্য ইতিমধ্যেই আমেরিকার বিভিন্ন কলেজে যেসব চিনা পড়ুয়ারা পড়াশোনা করছেন তাদের যে কোনো অসুবিধে হবে না সেটিও স্পষ্ট করে বলা হয়।
মার্কিন হোমল্যান্ড সিকিউরিটি ডিপার্টমেন্ট এর পক্ষ থেকে জানানো হয়েছে যে এমন কোনো পড়ুয়া কিংবা গবেষক, যাদের সাথে চীন সেনার প্রত্যক্ষ বা পরোক্ষ যোগাযোগ রয়েছে তাদের কোনভাবেই আমেরিকার ঢুকতে দেওয়া যাবে না।