চিনকে রুখতে দেশের সীমান্তে শহীদ হনএই SFF জওয়ান

চিনকে রুখতে দেশের সীমান্তে শহীদ হন এই SFF জওয়ান

নিজস্ব প্রতিবেদন, ৫১ বছরের SFF জওয়ান সুবেদার নিইমা তেনজিং ছিলেন দেশের স্পেশাল ফ্রন্টিয়ার ফোর্সের (SFF) ৭ ব্যাটলিয়নের কোম্পানি লিডার। ভারত মায়ের জন্য তিনি নিজেকে সমর্পণ করেছিলেন। পূর্ব লাদাখের বিতর্কিত প্যাংগং লেকে অভিযানের সময় শহিদ হন স্পেশাল ফ্রনটিয়ার ফোর্সের এই তিব্বতি জওয়ান। তাঁর শেষকৃত্যে উপস্থিত ছিলেন সেনার পদস্থদের সাথে উপত্যকার দায়িত্বে থাকা BJP নেতা রাম মাধব।

চিনের আগ্রাসন রুখতে শহীদ নিইমা তেনজিংকে শ্রদ্ধা জানান গোটা দেশবাসী। নিইমা তেনজিং, পাহাড়ের কনকনে ঠান্ডা আবহাওয়ায় লড়াইয়ের জন্য বিশেষভাবে ছিলেন প্রশিক্ষণপ্রাপ্ত তিনি। SFF কেন্দ্রের ডাইরেক্টরেট অব সিকিউরিটি জেনারেলের অন্তর্গত এই শাখা। ১৯৬২-র ভারত-চিন যুদ্ধের পর এই SFF গঠন করা হয়।

তেনজিং – এর শেষকৃত্যে মুখে ছিল ‘ভারত মাতা কি জয়’ – এর শ্লোগান। ভারতীয় সেনাবাহিনীর গাড়ির পিছনে প্রায় শ’খানেক বাইকে তিব্বতের পতাকা লাগানো। এভাবেই পৌঁছয় তেনজিংয়ের দেহ তাঁর নিজের গ্রামের বাড়িতে। সম্প্রতি গত কয়েক মাস ধরে উত্তপ্ত হয়ে উঠেছে লাদাখ। তবে চিনকে রুখতে ভারতীয় সেনাও পুরোপুরি প্রস্তুত।

Leave a Comment