চার সপ্তাহে টিকা, দাবি ট্রাম্পের

আমেরিকার মৃতের সংখ্যা ২ লক্ষ ছাড়িয়েছে। করোনা সংক্রমিত প্রায় ৬৭ লক্ষ, এর মধ্যে গতকাল ফিলাডেলফিয়ার একটি সভায় বক্তৃতা দিতে গিয়ে প্রেসিডেন্ট বলে বসলেন “অন্য কোন সরকার হলে ভ্যাকসিন আনতে বছরের পর বছর সময় লাগিয়ে দিত কিন্তু আমাদের আর অল্প কিছু সময় লাগবে খুব বেশি হলে হয়তো চার সপ্তাহ”। কিন্তু ওই সভায় উপস্থিত থাকা একজন ট্রাম্প সমর্থক বলেন যে তিনি ডায়াবেটিসের রোগী এবং তিনি আজকাল রাস্তায় বের হতে ভয় পান। আমেরিকার রাস্তাঘাটে বেশিরভাগ মানুষই দূরত্ববিধি এবং মাস্ক পরা শিকেয় তুলে ঘুরে বেড়াচ্ছে তাই এই ধরনের বেপরোয়া মনোভাব এর জন্য ট্রাম্পকেই দাবি করছেন উনি।

আমেরিকার ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনের এক অফিসার বলেন যে হোয়াইট হাউস করোনার ভ্যাকসিন ছাড়পত্র দেওয়ার কথা ভাবছে। স্বাস্থ্যমন্ত্রকের পক্ষ থেকেও তাড়াতাড়ি বাজারে ভ্যাকসিন আনার জন্য চাপ দেওয়া হচ্ছে। তবে ভ্যাকসিন উৎপাদনকারী সংস্থাগুলি ইতিমধ্যেই জানিয়েছে যে ক্লিনিক্যাল ট্রায়াল শেষ হওয়ার আগে তারা বাজারে ভ্যাকসিন আনবে না।

বিশেষজ্ঞরাও এই নিয়ে যথেষ্ট আশঙ্কিত, রাজনীতির মারপ্যাচে পড়ে সাধারণ মানুষের স্বাস্থ্য নিয়ে খেলা করা হচ্ছে বলে তারা মনে করছেন। আমেরিকার বেশকিছু বিজ্ঞান পত্রিকা ইতিমধ্যেই জো বাইডেন কে সমর্থন করছে, তাদের মতে “প্রমাণ এবং বিজ্ঞান কে অগ্রাহ্য করেন ট্রাম্প”।

ফিলাডেলফিয়ার সভায় ট্রাম্প এটিও জানান যে তিনি যদি চীন এবং ইউরোপে যাওয়ায় নিষেধাজ্ঞা ঘোষণা না করতেন তাহলে আরো অনেক মানুষের প্রাণ যেতে পারত, তিনি বলেন ” আমি অনেক প্রাণ বাঁচিয়ে দিয়েছি”।

গোটা বিশ্বে সংক্রমণ প্রায় তিন কোটি, ইতিমধ্যেই ব্রাজিলকে পিছনে ফেলে দ্বিতীয় স্থানে উঠে এসেছে ভারত। প্রথম স্থানে এখনো রয়েছে আমেরিকা। তবে ল্যাটিন আমেরিকা এবং ইউরোপের দেশগুলোর থেকে সুস্থতার হার ভারতে অনেক বেশি।

Leave a Comment