গোলাপি শহরের পত্রিকা গেট

জয়পুর – যেই শহরটাকে আমরা এক ডাকে গোলাপি শহর নামেই চিনি। জয়পুরের রাজপুতানা থেকে শুরু করে চোখ জুড়ানো ভাষ্কর্য, ভারতের অন্য শহর গুলির তুলনায় অনেকটাই আলাদা মর্যাদা লাভ করে। এই পিঙ্ক সিটির নতুন দ্রষ্টব্য স্থান হয়ে উঠলো পত্রিকা গেট। এই আইকনিক গেটটি জয়পুরের জহরলাল নেহেরু মার্গে পত্রিকা গ্রুপ অফ নিউজপ্রেস তৈরী করেছে।

সম্প্রতি মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ভিডিও কনফারেন্সের মাধ্যমে এটি উদ্বোধন করেন ও পাশাপাশি রাজস্থান পত্রিকা গোষ্ঠীর চেয়ারম্যান গোলাব কোঠারির লেখা দুটি বইয়ের আনুষ্ঠানিক প্রকাশ সূচিত হল তাঁর হাতে। অনুষ্ঠানে হাজির ছিলেন রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেইলট, রাজ্যপাল কালরাজ মিশ্র আর স্বয়ং গোলাব কোঠারি।

পত্রিকা গেট একটি স্মৃতিসৌধ যা রাজস্থানের সাংস্কৃতিক ঐতিহ্য এবং স্থাপত্য শৈলীর প্রতিফলন করে। এই স্মৃতিসৌধটি একটি কাঠামোয় রাজস্থানের শিল্প, নৈপুণ্য এবং সাংস্কৃতিক ঐতিহ্যকে সংহত করার প্রয়াস। পত্রিকা গেটের নকশায় শ্রীগঙ্গনগর থেকে বাঁশওয়ারা এবং জয়সলমীর থেকে ভরতপুর পর্যন্ত রাজস্থানের সমস্ত অঞ্চলের সংস্কৃতি জীবনধারা ও স্থাপত্যের অন্তর্ভুক্ত রয়েছে। এটি জয়পুরের দক্ষিণ  শ্রীগঙ্গনগর থেকে বাঁশওয়ারা এবং জয়সলমীর থেকে ভরতপুর পর্যন্ত রাজস্থানের সমস্ত অঞ্চলের সংস্কৃতি জীবনধারা ও স্থাপত্যের অন্তর্ভুক্ত রয়েছে। এই গেটটি জয়পুরের দক্ষিণ গেট।

প্রধানমন্ত্রী ভাষনে বলেন, রাজস্থান পত্রিকা সর্বদাই মনের দরজা উন্মুক্ত করে দেয়। এবার তা খুলে গেল সংস্কৃতির দুয়ার হয়ে। এই কাজের শুভ উন্মোচনের সুযোগ পেয়ে তিনি আপ্লুত। তিনি বলেন, এই গেটের জন্য পর্যটন শিল্পেরও বিকাশ ঘটবে।

Leave a Comment