গত ৬ মাসে জম্মু-কাশ্মীরে ১৩৮ জঙ্গি নিহত, জানাল কেন্দ্র
নিজস্ব প্রতিবেদন, জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসবাদের সঙ্গে যুদ্ধে গত ৬ মাসে কতজন জঙ্গি ভারতীয় সেনার হাতে নিহত হয়েছেন, তার হিসেবে দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী জি কিষেণ রেড্ডি। খতিয়ে দেখে জানা গিয়েছে, চলতি বছরের মার্চ থেকে আগস্ট-এই ৬ মাসে নিরাপত্তাবাহিনীর হাতে ১৩৮ জন জঙ্গির মৃত্যু হয়েছে। প্রায় তিন দশক ধরে জম্মু-কাশ্মীরে পাকিস্তানের মদতপৃষ্ট সন্ত্রাসবাদের জেরে ক্ষতিগ্রস্ত হয়েছে ভারত।
ভারতীয় সেনার হাতে প্রতিবার যোগ্য জবাব পেয়েছে জঙ্গিরা, তবুও তাদের বিরাম নেই। লোকসভায় এদিন রেড্ডি বলেন, সরকার অবশ্য সন্ত্রাসবাদের ব্যাপারে জিরো টলারেন্স বা বিন্দুমাত্র তা সহ্য না করার নীতি নিয়েছে। নিরাপত্তাবাহিনীও সন্ত্রাসবাদ দমনে লাগাতার, কার্যকর ব্যবস্থা নিচ্ছে। যার ফলশ্রুতি হল, ১ মার্চ থেকে ৩১ আগস্টের মধ্যে ১৩৮ জন সন্ত্রাসবাদী খতম হয়েছে।
এরমধ্যে শত্রুদের দমন করতে ৫০ জন ভারতীয় সেনা শহীদ হয়েছেন। বহুবার যুদ্ধবিরতি লঙ্ঘন, সীমান্তের ওপার থেকে গোলাগুলিতে নিহত হয়েছেন এই সেনা। এছাড়াও জানা গিয়েছে, ২০১৯ এর আগস্ট থেকে ২০২০-র জুলাই পর্যন্ত সীমান্তের ওপার থেকে ১৭৬টি অনুপ্রবেশের চেষ্টা হয়েছে।