গত ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত মহারাষ্ট্রের ৩৪৬ জন পুলিশকর্মী
নিজস্ব প্রতিবেদন, গোটা দেশ করোনার জেরে জর্জরিত। করোনার বিরুদ্ধে একেবারে সামনের সারিতে থেকে লড়াই চালাচ্ছেন পুলিশকর্মীরা। জীবনের ঝুঁকি নিয়ে কর্তব্য পালনে অনড় থাকতে তাঁদের মধ্যে ব্যাপকভাবে সংক্রমণ ছড়িয়ে পড়ায় রীতিমতো আতঙ্কে ভুগছে গোটা পুলিশ বিভাগ।করোনাতে বহু পুলিশ আক্রান্ত হয়েছেন, মারাও গেছেন অনেকে। এবার মহারাষ্ট্রে পুলিশের উপর করোনার ভয়ানক প্রভাব পড়েছে।
গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৩৪৬ জন পুলিশকর্মী করোনা আক্রান্ত হয়েছেন উদ্ধব ঠাকরের রাজ্যে।এর আগেও বহুবার এই পুলিশের আক্রান্তের সংখ্যা ৩০০ ছাড়িয়েছে। মৃত্যুও হয়েছে অনেকের। এদিন মহারাষ্ট্রের উপ মুখ্যমন্ত্রী অজিত পওয়ার এবং প্রাক্তন মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়ণবিশ পুণেতে কোভিড সেন্টারের উদ্বোধন করলেন।
গোটা দেশে করোনার সংক্রমণ উদ্বেগজনক পরিস্থিতি তৈরি করেছে। প্রতিদিন ৬০-৭০ হাজার মানুষ নতুন করে করোনা আক্রান্ত হচ্ছেন। পাল্লা দিয়ে বাড়ছে মৃত্যু। দেশের মধ্যে করোনার সবচেয়ে বেশি সংক্রমণ ছড়িয়েছে মহারাষ্ট্রে।ভারতে এ পর্যন্ত আক্রান্ত ৩৩ লক্ষ ৮৭ হাজার ৫০১ জন। মৃত্যু হয়েছে ৬১ হাজার ৫২৯ জনের। রাজ্যে সংক্রমিত ১,৫০,৭৭২ জন। আর মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩ হাজার ০১৭ জন।
স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী শুক্রবার বিকেল পর্যন্ত মাহারষ্ট্রে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে ৭ লক্ষ ১৯ হাজার। ইতিমধ্যেই করোনা আক্রান্ত হয়ে মহারাষ্ট্রে ২৩ হাজার জনের মৃত্যু হয়েছে।পাশাপাশি সুস্থের সংখ্যা ৫ লক্ষ ২২ হাজার।