গত দু’বছরে দেশে আত্মহত্যার সংখ্যা আকাশ ছোঁয়া, তৃতীয় স্থানে রয়েছে পশ্চিমবঙ্গ

গত দু’বছরে দেশে আত্মহত্যার সংখ্যা আকাশ ছোঁয়া, তৃতীয় স্থানে রয়েছে পশ্চিমবঙ্গ

নিজস্ব প্রতিবেদন, দেখা গিয়েছে, গত কয়েক বছরে ভারতে আত্মহত্যার সংখ্যা ক্রমে বাড়ছে। এনসিআরবি পরিসংখ্যান অনুযায়ী, প্রতিদিন গড়ে ৩৮১ জন আত্মঘাতী হন। রিপোর্টে দেখা গেছে, আত্মহত্যার সংখ্যা মহারাষ্ট্রে সবচেয়ে বেশি। ২০১৯ সালের ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরো(এনসিআরবি) পরিসংখ্যান বলছে, ২০১৭ সালে ভারতে আত্মহত্যা করেছিলেন ১,২৯,৮৮৭ জন। ২০১৮-য় তা বেড়ে দাঁড়ায়, ১,৩৪,৫১৬। ২০১৯ সালে সারা বছরে আত্মঘাতী হয়েছেন ১,৩৯,১২৩জন। অর্থাৎ বছরে আত্মঘাতী হওয়ার সংখ্যা বাড়ছে চার হাজারের উপরে।

২০১৮ থেকে ১৯ একলাফে আত্মহত্যার সংখ্যা বেড়েছে ০.২ শতাংশ। শহরগুলিতে আত্মহত্যার প্রবণতা সবচেয়ে বেশি। কিন্তু কেন মানুষ এতো আত্মহত্যার পথ বেছে নিচ্ছে? রিপোর্ট বলছে, এর কারণ হিসেবে সবচেয়ে উপরে রয়েছে পারিবারিক অশান্তি এবং তারপর রয়েছে বৈবাহিক জীবনের অশান্তি। পারিবারিক অশান্তি থেকে মুক্তি পেতে ভারতে ৩২.৪ শতাংশ মানুষ আত্মহত্যার পথ বেছে নিয়েছে ও ৫.৫ শতাংশ মানুষ বৈবাহিক জীবন থেকে মুক্তি পেতে বেছে নিয়েছে আত্মহত্যার পথ। খুব সহজেই মানুষ জীবন যুদ্ধে হার মেনে যাচ্ছে। আর তার পরিণতি হিসেবে আত্মঘাতী হচ্ছেন। ৫৩.৬ শতাংশ মানুষ গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হন। বিষ খেয়ে আত্মহত্যা করেন ২৫.৮ শতাংশ মানুষ। জলে ডুবে নিজেকে মৃত্যুর পথে ঠেলে দেন ৫.২ শতাংশ মানুষ।

এছাড়া, রোগের যন্ত্রণা থেকে চিরতরে মুক্তি চেয়ে আত্মঘাতী হন ১৭.১ শতাংশ মানুষ। এই সব কারণ মিলিয়ে ২০১৯ সালে ৫৫ শতাংশ মানুষ নিজেকে শেষ করে দিয়েছেন।প্রতি ১০০ জনের মধ্যে ৭০.২ জন পুরুষ ও ২৯.৮ জন মহিলা আত্মহত্যা করেন। এর মধ্যে আবার বিবাহিত পুরুষের আত্মহত্যার হার বেশি। প্রায় ৬৮.৪ শতাংশ বিবাহিত পুরুষ আত্মহত্যা করেছেন।বিবাহিত মহিলার ক্ষেত্রে এই পরিসংখ্যান ৬২.৫ শতাংশ।

কিন্তু দেখা যাচ্ছে ভারতে জনঘনত্বের দিকে বেশি উত্তরপ্রদেশ হলেও, সেখানে আত্মহত্যার সংখ্যা খুব কম মাত্র ৩.৯ শতাংশ। ভারতে আত্মহত্যার পরিসংখ্যানে সবচেয়ে উপরে উপরে ৫ রাজ্য রয়েছে। মহারাষ্ট্র, তামিলনাড়ু, পশ্চিমবঙ্গ, মধ্যপ্রদেশ ও কর্ণাটক। মহারাষ্ট্রে (১৮,৯১৬)। তারপরেই রয়েছে তামিলনাড়ু (১৩,৪৯৩), তৃতীয় স্থানে রয়েছে পশ্চিমবঙ্গ( ১২,৬৬৫), এরপর রয়েছে মধ্যপ্রদেশ(১২,৪৫৭), কর্নাটকের স্থান পঞ্চম (১১,২৮৮)। এই পাঁচ রাজ্য মিলিয়ে আত্মহত্যার হার ৪৯.৫ শতাংশ। বাকি ২৪ রাজ্য ও ৭টি কেন্দ্রশাসিত অঞ্চল মিলিয়ে আত্মহত্যার হার ৫০.৫ শতাংশ।

Leave a Comment