খোঁজ মিলল আরও সুরঙ্গের, সুড়ঙ্গ দিয়ে ভারতে জঙ্গী ঢোকাচ্ছে ইসলামাবাদ

খোঁজ মিলল আরও সুরঙ্গের, সুড়ঙ্গ দিয়ে ভারতে জঙ্গী ঢোকাচ্ছে ইসলামাবাদ

নিজস্ব প্রতিবেদন, সম্প্রতি কয়েকদিন ধরেই জম্মু কাশ্মীরের সীমান্ত সংলগ্ন এলাকায় বেশ কিছু সুরঙ্গর খোঁজ পাওয়া গিয়েছে। জানা যাচ্ছে, সীমান্তে সেই সুড়ঙ্গ দিয়ে ভারতে জঙ্গী ঢোকাচ্ছে পাকিস্তান। শুধু তাই নয় ড্রোনের মাধ্যমে আকাশ থেকে ফেলা হচ্ছে অস্ত্রও। একথা জানিয়েছেন জম্মু ও কাশ্মীর পুলিশের প্রধান দিলবাগ সিং।

দিলবাগ সিং। জানান, “সন্ত্রাসবাদের মাত্রা বৃদ্ধির জন্য এপারে (ভারতে) জঙ্গি ঢোকানোর পথ প্রশস্ত করতে পাকিস্তানের যে জঘন্য উপায় আছে, তার অঙ্গ হিসেবে আন্তর্জাতিক সীমানার নীচে সুড়ঙ্গ খোঁড়া হয়।” ২০১৩-১৪ সালে ছানয়ারিতে যে সুড়ঙ্গের হদিশ পাওয়া গিয়েছিল, সেটির মতোই এই প্রায় এই সুড়ঙ্গটি, বলেন জম্মু ও কাশ্মীর পুলিশের প্রধান। নাগরোটা এনকাউন্টারের পর তাঁরা জানতে পারেন, যে একটি সুড়ঙ্গের মাধ্যমে অনুপ্রবেশ হয়েছে এবং সেটার সন্ধান করতে গিয়েই এই সুরঙ্গের খোঁজ।

প্রসঙ্গত সম্প্রতি সাম্বা জেলার গালার গ্রামে আন্তর্জাতিক সীমান্ত বরাবর যে ১৭০ মিটারের সুড়ঙ্গের হদিশ পাওয়া গিয়েছিল। এর আগে গত ২৮ অগস্ট সাম্বা সেক্টরে সেই আন্তঃসীমান্ত ২০-২৫ ফুট গভীর সুড়ঙ্গের খোঁজ পায় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। জানা যায় সুড়ঙ্গটি শুরু হয়েছে পাকিস্তান থেকে। উল্লেখ্য, সোমবার রাজ্যসভার অধিবেশন এমটাই লিখিতভাবে জানালেন এমওএস (প্রতিরক্ষা) শ্রীপদ ​​নায়েক জানান যে শুধু চলতি বছরেই জম্মু অঞ্চলে নিয়ন্ত্রণ রেখায় তিন হাজারের বেশি বার যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করেছে পাকিস্তান।

Leave a Comment