পূজো প্রায় আসন্ন। এদিকে ভ্রমণপ্রিয় বাঙালির কপালে ভাঁজ। পূজো মানেই লম্বা ছুটি আর বেড়ানো। কিন্তু এদিকে করোনা মহাশয় যে সারা বিশ্বে থাবা বসিয়েছেন। এর মধ্যে অনেকেই দীঘা,মন্দারমনি যাওয়া শুরু করেছেন। তবে দূরে যাওয়ার কথা কেউ ভাবতেই পারছে না। ট্রেনও যে বন্ধ। ট্রেন কবে চালু হবে তা নিয়ে তো জোর জল্পনা চলছেই। কিন্তু তার সাথে আর একটি সুখবর শোনালেন কেন্দ্রীয় সরকার। অবশেষে দর্শনার্থীদের জন্য খুলছে আগ্রার তাজমহল। যার জন্য অপেক্ষায় বাঙালী তথা সারা বিশ্ব।
আগামী ২১ শে সেপ্টেম্বর খুলছে তাজমহল সহ আগ্রা ফোর্ট ও। এ বছর করোনা মহামারীর কারনে নিরাপত্তা রক্ষার জন্য কেন্দ্রীয় সরকার গত ১৭ই সেপ্টেম্বর তাজমহল, আগ্রা ফোর্ট, ফতেপুর সিক্রি সহ আরও সবকটি দর্শনীয় স্থান দর্শণের জন্য বন্ধ করে দেয়।
তাজমহলে প্রতিদিন ৫ হাজার ও আগ্রা ফোর্টে আড়াই হাজার দর্শক প্রবেশ করতে পারবে। অথচ এই সপ্তম আশ্চর্যে আগে গড়ে প্রায় ৮০ হাজার দর্শণার্থী প্রবেশ করার অনুমতি পেত। কেবলমাত্র ই-টিকেট কেটেই প্রবেশ করা যাবে তাজে। থাকবে কিছু নিষেধাজ্ঞাও। পরীক্ষা করা হবে পর্যটকদের তাপমাত্রা। মানা হবে সোসাল ডিস্টেন্স। দিনে দুবার স্যানিটাইজ করা হবে তাজমহল। তাহলে এসব মেনে ট্রেন বা আকাশপথে আসতেই পারবেন তাজমহলে।