ক্যাবের মতো অ্যাপ নির্ভর টোটো পরিষেবা চালু হচ্ছে নিউটাউনে

ক্যাবের মতো অ্যাপ নির্ভর টোটো পরিষেবা চালু হচ্ছে নিউটাউনে

নিজস্ব প্রতিবেদন, এবার প্রয়োজনে ক্যাবের মতো মোবাইলেই আমরা ডাকতে পারবো টোটো। এই পরিষেবা চালু হতে চলেছে নিউটাউনে। অ্যাপ নির্ভর ক্যাবের মতো টোটোকেও আধুনিক প্রযুক্তির সঙ্গে সংযুক্ত করতে উদ্যোগী নিউটাউন কর্তৃপক্ষ। এর সুফল পাবেন নিউটাউনবাসী। রাস্তায় বেরিয়ে এদিক-ওদিক আর খুঁজতে হবে না। অ্যাপে ডাকলেই দুয়ারে হাজির হবেন টোটোচালক।

প্রায় সাড়ে সাতশো নথিভুক্ত টোটো নিউটাউন এলাকায় চলাচল করে। অ্যাপ নির্ভর টোটো পরিষেবা চালু করার জন্য নিউটাউন কলকাতা ডেভেলপমেন্ট অথরিটি(NKDA) দুটি স্টার্ট আপ সংস্থার সঙ্গে ইতিমধ্যে কথাবার্তা এগিয়ে নিয়ে গেছে। কর্তৃপক্ষ ওই দুটি সংস্থার মধ্যে একটি সংস্থার উপস্থাপনা দেখে ফেলেছে এবং তারা সব দিক খতিয়ে দেখে এই ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। অ্যাপের মাধ্যমে টোটো পরিষেবাকে পরীক্ষামূলকভাবে উত্তর চব্বিশ পরগনা জেলার একটি এলাকায় ইতিমধ্যেই চালানো শুরু করে দিয়েছে বলে দাবি আরেক সংস্থার।

এই পরিষেবা পেতে কোনও অতিরিক্ত ভাড়া দিতে হবে না যাত্রীদের। সহজে, দ্রুত যেমন তাঁরা গন্তব্যে পৌঁছতে পারবেন, তেমনই নিউটাউনের পরিবহণ ব্যবস্থাও অনেকটা উন্নত হবে বলে আশা করা হচ্ছে। পাশাপাশি, অপেক্ষাকৃত ফাঁকা নিউটাউনে বজায় থাকবে নিরাপত্তাও। এই অ্যাপে নিউটাউন এলাকায় চলাচলকারী নথিভুক্ত সব টোটোকে যুক্ত করা হবে। রুট অনুযায়ী কোন টোটো কোথায় রয়েছে, তা বিশদে জানা যাবে অ্যাপের মাধ্যমে। নির্দিষ্ট করা হবে ন্যূনতম ভাড়া। অ্যাপ ক্যাবের মতোই ফোন থেকে বুকিং করা যাবে। যাঁরা স্মার্টফোন ব্যবহারে এখনও তেমন সড়গড় নন, তাঁদের জন্য থাকবে নির্দিষ্ট নম্বর। সেখানে ফোন করে টোটো বুক করতে পারবেন। নিউটাউন কর্তৃপক্ষের পরিকল্পনা এমনই।

Leave a Comment