কর্মীদের সুবিধার্থে লাখ টাকার বিমানের টিকিট কাটলেন এই মাশরুম চাষি

কর্মীদের সুবিধার্থে লাখ টাকার বিমানের টিকিট কাটলেন এই মাশরুম চাষি

নিজস্ব প্রতিবেদন, আজকের যুগে স্বাথপরদের ছড়াছড়ি, কিন্তু তারমধ্যেও কয়েকজন সত্যিকারের মানুষের পরিচয় দেন। এরমধ্যে একজন হলেন দিল্লির পাপ্পন সিংহ। পেশায় তিনি মাশরুম চাষি। প্রতিবছর এইসময় মাশরুম চাষের তোড়জোড় চলে, কারণ আগস্ট থেকে এপ্রিল মাশরুম চাষের মরসুম।তবে এবছর করোনা পরিস্তিতি সমস্ত পরিকল্পনাতে জল ফেলে দেয়। করোনা জেরে লকডাউনে তাঁর কর্মীদের বাড়ি ফেরার বন্দোবস্ত তিনি করে দেন। গত মে মাসে ওঁদের প্রায় ৭০ হাজার টাকা খরচ করে বিহারে ফিরিয়েছিলেন। তবে এবার চাষের জন্য কর্মীদের ফেরার পালা। এমনিতেই লকডাউনে কাজ বন্ধ থাকায় কর্মীদের ক্ষতি হয়েছে প্রচুর।

কিন্তু দুৰ্ভাগবশত দিল্লি ফেরার ট্রেন এখন বন্ধ। তারা সকলেই ট্রেনে করে ফেরার চিন্তাই করেছিল। কিন্তু ট্রেন বন্ধ থাকায় তারা চিন্তায় পড়ে যায়। তবে কি কাজ বন্ধ থাকবে? সব স্বাভাবিক না হলে কি তারা কাজে ফিরতেই পারবে না? তাদের সমস্যার কথা শোনার পর পাপ্পন নিজের পকেটের টাকা খরচ করে ২০ কর্মীকে দিল্লি ফেরাতে প্লেনের টিকিট কাটলেন। ২০ জনের মধ্যে ১০ জন এই প্রথমবার প্লেনে চড়বেন। কর্মচারীদের কথা ভেবে লাখ টাকার ওপর দামের টিকিট কাটলেন পাপ্পন।

জানা যায়, প্রতি বছরই নিজের তিন একরের ওপর জমিতে মাশরুম চাষ করেন পাপ্পন। কিন্তু বর্তমান পরিস্থিতিতে বাজার বন্ধ থাকায় আগের মাশরুমই এখনও সাপ্লায়ারদের কাছে পড়ে আছে, তাই এবার মাত্র এক একর জমিতেই চাষ হবে বলে জানিয়েছেন তিনি।১৫ থেকে ২৫ বছর এই কর্মীদের সঙ্গে কাজ করছেন পাপ্পন। তাই তাদের সুখ-দুঃখের ভার এখন পাপ্পনেরই। তিনি বলেন, ওদের সঙ্গে হৃদয়, মনের যোগ আছে আমার। সেজন্যই ওদের জন্য প্লেনের টিকিট কেটে দিয়েছি যাতে কাজে ফিরে জীবিকা নির্বাহ করতে পারে”।

Leave a Comment