করোনা রুখবে ‘এয়ার স্টেরিলাইজেশন কার্ড’? কী বলছে বিশেষজ্ঞরা,,,,,
নিজস্ব প্রতিবেদন, করোনা আবহে কিছুদিন আগে করোনা মুক্তি কার্ডের কথা উঠে এসেছিল। যে কার্ড গলায় পড়লে নাকি করোনা থেকে সুরক্ষিত থাকা সম্ভব, পাশাপাশি সেই কার্ড বলে দেবে আশেপাশে কেউ করোনা আক্রান্ত কিনা। এবার সেই কার্ড দেখা গেল খাদ্য মন্ত্রীর গলায়। প্রথমে সেটি আই-কার্ড মনে হলেও পরে বোঝা গেল এটি সেই করোনা মুক্ত কার্ড। তবে কি এই কার্ড সত্যি কাজ করে? দেখা গেল বহু কাউন্সিলর, মন্ত্রীর গলায়ও এই কার্ড।
কার্ডটির নাম ‘এয়ার স্টেরিলাইজেশন কার্ড’। অনলাইন-অফলাইন দুই জায়গাতেই ঢেলে বিক্রি হচ্ছে।দাম মাত্র ১৫০ থেকে ২৫০ টাকা, তবে খোলা বাজারে মিলছে ৫০ টাকাতেও।বড়বাজারে এই কার্ড বিক্রি হচ্ছে। মানুষের চাহিদাও বেশ বাড়ছে। তবে বিশেষজ্ঞরা কি বলছে? আদোও এই কার্ড করোনা মুক্ত করতে সক্ষম?
বিশেষজ্ঞরা বলছে, ‘এসব নিছকই বুজরুগি! এতে সঙ্গে করোনা তাড়ানোর কোনও সম্পর্ক নেই।’ আমেরিকা এই কার্ডের উপর নিষেধাজ্ঞা জারি করেছে। গত মার্চেই মার্কিন যুক্তরাষ্ট্রের Environmental Protection Agency দাবি করেছে, এয়ার স্টেরিলাইজেশন কার্ডের কার্যকারিতা পরীক্ষিত নয়। এমনকি কার্ডের প্যাকেটে ইংরেজিতে লেখা না থাকায়, উপাদানের বিষয়ে মার্কিন নাগরিকদের বোঝার সমস্যা রয়েছে।
গোটা বিশ্বের তাবড় তাবড় বিজ্ঞানীরা করোনা ভ্যাকসিন তৈরির জন্য উঠে পড়ে লেগেছে। সেখানে এই কার্ড করোনা রুখবে- এটা সত্যি অবিশ্বাস্যকর। তবে এবার এই কার্ডের বিষয়ে ভারত সরকার কি পদক্ষেপ নেবে তাই দেখার বিষয়।