করোনা রুখতে চবনপ্রাশ

ভ্যাকসিন, ওষুধ সব ভুলে এবার কি তবে চবনপ্রাশই ভরসা? একদম ঠিক ধরেছেন, এমনটাই উপদেশ দিচ্ছেন কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। যোগাসন, প্রানায়মের সাথে এক চামচ চবনপ্রাশই লড়বে এবার করোনার সাথে।

করোনা থেকে মুক্তির আশায় ঘরোয়া নানা টোটকার কথাই আগে আমরা জেনেছি। যেমন গরম জলে পারি লেবুর রস খাওয়া, দারুচিনি,লবঙ্গ,গোলমরিচ,আদা, তুলসি ফোটানো মিশ্রন আরও কত কি। এবার এই তালিকায় যুক্ত হলো চবনপ্রাশ।

এমনিতেই চবনপ্রাশ নানা গুনসম্পন্ন। শরীর গরম রাখতে সাহায্য করে। তাই আমরা শুধু শীতকালেই চবনপ্রাশ খেয়ে থাকি। এছাড়াও মানুষের শ্বাসনালিকে সচল রাখতে চবনপ্রাশের জুড়ি মেলা দায়। শরীরে এনার্জি বাড়াতেও সাহায্য করে। রক্তচাপ, কোলেস্টেরল নিয়ন্ত্রণে রাখে।

তাই শরীরে সর্দি, কাশি রুখতে, ইমিউনিটি বাড়াতে রোজ একচামচ চবনপ্রাশ করোনাকে রাখতে পারে আপনার থেকে শতহস্ত দূরে।

Leave a Comment