করোনা পজেটিভ রাজ্যের মন্ত্রী বিনয়কৃষ্ণ বর্মন
নিজস্ব প্রতিবেদন, করোনা, করোনা আক্রান্ত রাজ্যের আরও এক মন্ত্রী। আদিবাসী ও অনগ্রসর শ্রেণিকল্যাণ মন্ত্রী বিনয়কৃষ্ণ বর্মন কোভিড-১৯ পজিটিভ হয়েছেন। বুধবার র্যাপিড অ্যান্টিজেন টেস্টে রিপোর্ট পজিটিভ আসে। তিনি এখন মাথাভাঙ্গার বাড়িতে চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী হোম কোয়ারান্টিনে রয়েছেন।চিকিৎসকদের পরামর্শে বর্তমানে মাথাভাঙ্গার বাড়িতে হোম আইসোলেশনে রয়েছেন তিনি।
গত সপ্তাহে বিধানসভায় মন্ত্রিসভার বৈঠকে যোগ দিতে কলকাতায় এসেছিলেন বিনয়বাবু। সেখান থেকে ফেরার পর বুধবারই তিনি কোচবিহারে উত্তরবঙ্গ উন্নয়ন দফতরের একটি বৈঠকে যোগ দেন। এরপর মাথাভাঙ্গার উনিশবিশায় একটি পথসভা করেছেন।বিনয়বাবু বলেছেন “আমার কোনও উপসর্গ নেই। তবে করোনা রিপোর্ট পজিটিভ এসেছে। হোম আইসোলেশনে রয়েছি। সম্প্রতি যাঁরা আমার সংস্পর্শে এসেছিলেন তাঁদের বিষয়টি জানিয়ে দিয়েছি।”
বিগত কয়েক মাসে এই রাজ্যে সাংসদ, বিধায়ক ও মন্ত্রী সহ বেশ কয়েকজন রাজনীতিবিদ করোনা আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে দমকলমন্ত্রী সুজিত বসু সর্বপ্রথম মারণভাইরাসের কবলে পড়েন। কিছুদিন আগে তৃণমূলের রাজ্যসভার সাংসদ শান্তা ছেত্রী কোভিড-১৯ পজিটিভ হন। বালুরঘাটের বিজেপি সাংসদ সুকান্ত মজুমদারও করোনা আক্রান্ত হয়েছেন। এই দুই সাংসদই হোম কোয়ারান্টিনে রয়েছেন।