করোনা আবহে রোগীদের সুবিধার্থে এল নয়া অ্যাপ ‘ডাক্তারবাবু’

করোনা আবহে রোগীদের সুবিধার্থে এল নয়া অ্যাপ ‘ডাক্তারবাবু’

নিজস্ব প্রতিবেদন, করোনা আবহে বন্ধ হয়ে গিয়েছে করোনা আক্রান্ত ডাক্তারদের চেম্বার। সাধারণ মানুষ সংক্রমণের ভয়ে ডাক্তারখানা, হাসপাতাল যাওয়া বন্ধ করে দিয়েছে। করোনা আক্রান্ত ব্যক্তি ঘরের মধ্যে বন্দি। এরূপ অবস্থায় চিকিৎসার নানান সমস্যা দেখা দিচ্ছে। প্রয়োজনে মানুষ তৎক্ষণাৎ সিদ্ধান্ত নিতে পারছেন না, যে তাঁরা কি করবেন! তাই মানুষের সাহায্যার্থে আইএমএ-এর সঙ্গে যৌথ উদ্যোগে একটি নতুন পরিষেবা আনতে চলেছে কলকাতা পুরসভা। এল নতুন একটি অ্যাপ ‘ডাক্তারবাবু’।

ভিডিও কলের মাধ্যমে বিনামূল্যেই ডাক্তারবাবুর পরামর্শ নেওয়া যাবে এই পরিষেবার মাধ্যমে। ‘ডাক্তারবাবু নামে আসতে চলেছে একটি নতুন অ্যাপ এছাড়াও একটি ওয়েবসাইট চালু করা হয়েছে। ২২টি হাসপাতালের ২৬ জন বিশেষজ্ঞ চিকিৎসকদের সঙ্গে শুরু করা হয়েছে এ ব্যবস্থা। দিনে ১ ঘণ্টা করে ভিডিয়ো কলে রোগী দেখবেন তাঁরা। তবে এই সংখ্যা ধীরে ধীরে বাড়বে বলে জানিয়েছেন আইএমএ-এর সভাপতি।

প্রথমে আপনাকে এই অ্যাপ বা ওয়েবসাইটে গিয়ে ইমেইল আইডি ও ফোন নম্বর দিয়ে একটা অ্যাকাউন্ট খুলতে হবে। তারপর সেখানে তালিকা থেকে বেছে নিতে হবে কোন ডাক্তারবাবুকে দেখাতে চায়। এর পর তাঁর কাছে নির্দিষ্ট সময় অ্যাপয়েন্টমেন্ট বুক করতে হবে। ডাক্তারবাবুর সঙ্গে কখন যোগাযোগ করা হবে সেই সময় আগে থেকে জানিয়ে দেওয়া হবে। তার পর আপলোড করতে হবে পুরনো প্রেসক্রিপশন ও রিপোর্ট। সঠিক সময়ে ফোনে ভিডিও কল এর মাধ্যমেই হাজির হবেন ডাক্তার বাবু এবং করা হবে রোগীর চিকিৎসা। এই অ্যাপ করোনাকালে বিশেষ সুবিধে আনবে, বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

Leave a Comment