করোনা আবহে কর্ণাটকবাসীদের জন্য এল ‘রাইস এটিএম’ পরিষেবা
নিজস্ব প্রতিবেদন, এতদিন এটিএমে আপনার কার্ড ঢোকালে মিলিত টাকা, এবার টাকার পরিবর্তে মিলবে চাল। সত্যি একটু অবাক করার মতোই এই নতুন সিস্টেম। তবে মানুষের সুবিধার্থে কর্ণাটক সরকার এমনই অভিনব বন্দোবস্ত করল। কর্নাটকে চালু হল ‘রাইস এটিএম’।
আমরা বরাবরই দেখে এসেছি, রেশন দোকানে চাল তুলতে গিয়ে লম্বা লাইন। দীর্ঘ অপেক্ষার পর হাতে মেলে চাল। এই করোনা আবহে যা সত্যি বড় সমস্যার ব্যাপার। ভিড়ে লাইনে দাঁড়িয়ে থেকে বাড়তে পারে সংক্রমণও। তাই রাজ্যবাসীর কথা ভেবে কর্ণাটক সরকার এটিএমে গিয়ে চালে পাওয়ার বন্দোবস্ত করল।
দারিদ্রসীমার নিচে থাকা মানুষজন যাঁদের বিপিএল কার্ড আছে তাঁরা সহজেই ‘রাইস এটিএম’ থেকে চাল পাবেন।পাশাপাশি অন্যদের এই চাল পাওয়ার জন্য রেশন কার্ড থাকা বাধ্যতামূলক। উল্লেখ্য, ‘অন্ন ভাগ্য’ প্রকল্পে রাজ্যের দরিদ্রসীমার নিচে থাকা মানুষদের প্রতি মাসে বিনামূল্যে পাঁচ কেজি করে চাল দেওয়ার ব্যবস্থা করেছে সরকার।
দরিদ্রসীমার উপরে (এপিএল) থাকা পরিবারগুলি এই প্রকল্পের আওতায় ১৫ টাকা কেজি দরে চাল পাবেন। করোনা আবহে ‘রাইস এটিএম’ আসার ফলে একদিকে করোনা সংক্রমণের ভয় থাকবে না, অন্যদিকে সময়ও বাঁচবে।তাই এই পদ্ধতিতে বেশ খুশি সাধারণ মানুষরা।