করোনায় বাড়তি মেদে সতর্কতা

অতিরিক্ত ওজন যে করোনার পক্ষে ক্ষতিকর হতে পারে সে নিয়ে আগেই সাবধান করেছিল ব্রিটেন, এবার একই বার্তা শোনালো আমেরিকার বিজ্ঞানীরা। ব্রিটেনে করোনার উপদ্রব শুরু হওয়ার সময় থেকে সে দেশের সরকারের পক্ষ থেকে নিষিদ্ধ করা হয়েছে ফাস্টফুড এবং তেল মসলাদার যেকোনো খাবার, এমনকি করোনা আবহে টিভিতে ফাস্টফুডের অ্যাডভার্টাইজমেন্টও বন্ধ করা হয়েছে।

সম্প্রতি ক্যালিফোর্নিয়ার “কাইসার পার্মানেন্ট” গবেষণাগারের এক বৈজ্ঞানিক সারা টারটাফ তার রিসার্চে জানিয়েছেন, ৫২০০ জনের উপর করা একটি সমীক্ষায় দেখা গিয়েছে অতিরিক্ত ওজনের স্থূলকায় রোগীদের আইসিইউতে ভর্তির প্রবণতা অনেক বেশি। এক্ষেত্রে কো-মরবিডিটি থাকুক বা না থাকুক, জটিলতায় বেশি ভুগতে হচ্ছে অতিরিক্ত ওজনের রোগীদের।

ফাস্টফুড এবং উন্নত দৈনন্দিন জীবনযাপনের জন্য আমেরিকায় বর্তমানে ৪২% মানুষ স্থূলকায় চেহারার জন্য ভুগছেন। এরমধ্যে স্প্যানিশ এবং কৃষ্ণাঙ্গদের স্থূলতার প্রবণতা সবথেকে বেশি। বিজ্ঞানীরা জানাচ্ছেন শরীরের মেদ বেশি জমলে তা শ্বাস-প্রশ্বাস গ্রহণ ও বর্জন এর সময় ফুসফুসের উপর অতিরিক্ত চাপ ফেলে এবং সেখান থেকেই ফুসফুসের ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যায়।

গবেষণায় যুক্ত আরেক বিজ্ঞানীর মতে শরীরে অতিরিক্ত মেদের সাথে করোনা সংক্রমনের কোন সরাসরি যোগাযোগ রয়েছে কিনা সেটি এখনো খতিয়ে দেখা হচ্ছে। এমনকি ফ্যাট জাতীয় খাবার খেলে তা করোনা সংক্রমণে কিভাবে প্রভাব ফেলে তাও গবেষণা করে দেখা হচ্ছে।

Leave a Comment