করোনাকে জয় করে বাড়ি ফিরেছেন দেশের ৮৩০১১ জন
নিজস্ব প্রতিবেদন, দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা প্রায় ৭৮ হাজারের উপরে। সংক্রমণের নিরিখে এই মুহূর্তে বিশ্ব তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে ভারত। গত কয়েক দিন ধরে দৈনিক সংক্রমণ খানিকটা নিম্নমুখী হয়েছে বটে, তবে আমেরিকা এবং ব্রাজিলের মতো দেশের তুলনায় তা ঢের বেশি। বর্তমানে ওই দুই দেশে দৈনিক সংক্রমণ যেখানে ৫০ ও ২০ হাজারের ঘরে ঘোরাফেরা করছে। তাই উদ্বেগ থেকেই যাচ্ছে। কয়েকদিন ধরে দেশে লাগাতার দৈনিক রেকর্ড মানুষ সুস্থ হয়েছে। এমনকি তা গড় দৈনিক আক্রান্ত থেকেও বেশি।মনকি গতকাল দৈনিক সুস্থতা ছিল ৮৩ হাজার।
উল্লেখ্য, আদতে প্রকৃত করোনা আক্রান্তের সংখ্যা ৭৮ হাজারের চেয়ে ১০ গুণ বেশি। ঠিক এইরকমই তথ্য উঠে এসেছে আইসিএমআর এর সমীক্ষায়। সম্প্রতি প্রকাশিত ওই সমীক্ষা বলছে, প্রতিটি ‘কনফার্মড’ কেসের পাশাপাশি ৮০-১৩০টি কেস হিসেবের বাইরে থেকে যাচ্ছে।তবে চিন্তার বিষয় হলো দেশে সক্রিয় করোনা রোগীর সংখ্যাও দশ লাখ ছাড়িয়েছিল। এখন সেই সংখ্যা নয় লাখে নেমে এসেছ। যার ফলে দেশে লাফিয়ে বাড়ছে মোট সুস্থতর সংখ্যাও। এদিকে আমেরিকা ও ব্রাজিলের দৈনিক আক্রান্তের গ্রাফ উল্লেখযোগ্য ভাবে কমে গিয়েছে। তাই বলা বাহুল্য আগামী কয়েকদিনের মধ্যে ভারত ছাপিয়ে যেতে পারে আমেরিকাকে।
গতকাল সুস্থ হয়ে বাড়ি ফিরেছে প্রায় ৮৩ হাজার মানুষ (৮৩০১১)। দেশে মোট সুস্থ রোগীর সংখ্যা ৫৭ লক্ষ ৪৪ হাজার। ভারতে এখন সুস্থতার হার ৮৫.৩ শতাংশ।কেন্দ্রীয় স্বাস্থ্য বুলেটিন অনুসারে ৮ অক্টোবর বুধবার সকাল ৮টা পর্যন্ত ভারতে করোনা আক্রান্তের সংখ্যা মোট ৬৮ লক্ষ ৩৫ হাজার ৬৫৫ জন। ভারতে সক্রিয় রোগীর সংখ্যা ৯ লক্ষ ২ হাজার। পাশপাশি শেষ চব্বিশ ঘন্টায় দেশে করোনায় বলি হয়েছে ৯৭১ জন। কোভিড-১৯ সংক্রমণে এ যাবৎ দেশে মৃত্যু হয়েছে প্রায় ১,০৫,৫২৬ জনের। বিশ্বের অন্যান্য দেশের তুলনায় ভারতের মৃত্যুহার এখনও খানিকটা কম। সেটাই আতঙ্কের মধ্যে খানিকটা স্বস্তি দিচ্ছে। মৃত্যুহার ১.৫ শতাংশ।