কমলেশ্বর মহাদেব দর্শনের আগেই মাঝ নদীতে নৌকা ডুবে মৃত্যু হল ২৫ জনের

কমলেশ্বর মহাদেব দর্শনের আগেই মাঝ নদীতে নৌকা ডুবে মৃত্যু হল ২৫ জনের

নিজস্ব প্রতিবেদন, কমলেশ্বর মহাদেব দর্শনে যাওয়ার পথে মাঝ নদীতে বড়সড় দুর্ঘটনা। মাঝ পথে নৌকা ডুবে মারা যান অন্তত ২৫ জন। ঘটনাটি ঘটেছে রাজস্থানের বুন্দিতে।মহিলা – পুরুষ মিলিয়ে নৌকায় ছিলেন ২৫ থেকে ৩০ জন। সংবাদসংস্থার খবর অনুযায়ী, বুন্দি জেলার চন্দা খুই এলাকায় সম্বল নদী পার করার সময় ওই দুর্ঘটনা ঘটে।নৌকার মধ্যে ১৪ টি বাইকও ছিল। নৌকায় অতিরিক্ত ভারের জেরে এমন দুর্ঘটনা বলেই মনে করছেন অনেকে।

স্থানীয়রা জানান, “এই এলাকায় কোনও সেতু না থাকায় নদী পারাপারের একমাত্র পথ হল নৌকা। এছাড়াও বেআইনিভাবে বহু নৌকা যাতায়াত করে। অনেক ক্ষেত্রে ক্ষমতার চেয়ে বেশি মানুষ ও ভার নিয়ে নদী পার করে নৌকাগুলি”। বিনা অনুমতিতে দু চাকার বাহন বোঝাই করে নৌকায়। এরফলে বিপদ আরও বেড়ে যায়।

এদিন যেখানে দুর্ঘটনাটি ঘটেছে, সেখানে একধারে ছিল কোটা জেলা, অন্যদিকে বুন্দি জেলা।নৌকায় যাঁরা ছিলেন তাঁরা সকলেই ছিলেন প্রায় এটাওয়া জেলার আশেপাশের গ্রামের বাসিন্দা। তাঁরা সকলেই চতুর্দশী উপলক্ষে কমলেশ্বর মহাদেব মন্দিরে যাচ্ছিলেন পুজো দিতে।

Leave a Comment