এশিয়ায় প্রথম করোনা রোগীর শরীরে দু’টি ফুসফুসের সফল প্রতিস্থাপন হল চেন্নাই-এর হাসপাতালে

এশিয়ায় প্রথম করোনা রোগীর শরীরে দু’টি ফুসফুসের সফল প্রতিস্থাপন হল চেন্নাই-এর হাসপাতালে

নিজস্ব প্রতিবেদন: এই করোনা সংকটময় পরিস্থিতিতে ডাক্তাররা নিজের জীবনের আগে অন্যের সুরক্ষার দিকে নজর দিচ্ছেন। করোনার কবল থেকে সকলকে বাঁচাতে দিন – রাত পরিশ্রম করে চলেছেন। তবে এরা আগে করোনা আক্রান্ত রোগীকে বাঁচাতে এত বড় পদক্ষেপ নেননি কোনও চিকিৎসক। ভারতীয় বংশোদ্ভূত মার্কিন চিকিৎসক অঙ্কিত ভারতের নেতৃত্বে চিকিৎসকদের একটি দল করোনা আক্রান্ত রোগীর ফুসফুস প্রতিস্থাপন করলেন। তাঁর নেতৃত্বে একটি চিকিত্‍‌সক দল সফল ভাবে শিকাগোর বছর ২০-র এক তরুণী, যিনি করোনা রোগী, তাঁর শরীরে সফল ভাবে দু’টি ফুসফুস একসঙ্গে প্রতিস্থাপন করে। চিকিত্‍‌সার পরিভাষায় যাকে বলা হয়, বাইল্যাটেরাল লাং ট্রান্সপ্লান্ট।

ঘটনাটি দু’মাস আগে গত জুনের ঘটনা। তরুণী করোনা পজেটিভ ছিলেন। কিন্তু রোগীকে বাঁচাতে ফুসফুস প্রতিস্থাপন ছাড়া আর কোনও রাস্তা ছিল না বলে জানিয়েছেন চিকিৎসক অঙ্কিত ভারত। অবিলম্বে প্রতিস্থাপন না-করলে প্রাণহানির আশঙ্কা ছিল। সেই অবস্থায় চ্যালেঞ্জটা নিয়েছিলেন ভারতীয় বংশোদ্ভূত ওই ডাক্তার। আমেরিকার চিকিৎসাবিজ্ঞানের ইতিহাসে এমন অস্ত্রোপচার বিরল।অস্ত্রোপচারের পর শিকাগো নর্থওয়েস্টার্ন লাং ট্রান্সপ্লান্ট প্রোগ্রামের থোরাসিক সার্জারি অ্যান্ড সার্জিক্যাল ডিরেক্টর অঙ্কিত জানান, ‘এখনও পর্যন্ত জীবনে যত প্রতিস্থাপন করেছি, তার মধ্যে এটি ছিল অন্যতম কঠিন। তবে, এ বার থেকে কোভিড আক্রান্তদের মধ্যে যাঁদের অবস্থা আশঙ্কাজনক, তাঁদের ক্ষেত্রে এ ধরনের অস্ত্রোপচারের সংখ্যা বাড়া উচিত।’

সূত্রের খবর, ওই যুবককে বেশ কয়েকদিন ভেন্টিলেশনে রাখা হয়েছিল। কিন্তু একটা সময় পর তাঁর শরীরে অ্যান্টিবায়োটিক কাজ করা বন্ধ করে দেয়। সেই যুবকের জন্য কৃত্রিমভাবে শ্বাস-প্রশ্বাসের ব্যবস্থা করা হয়েছিল। কিন্তু তাঁর ফুসফুসে ইনফেকশন দেখা দেয়। তখনই ডাক্তাররা সিদ্ধান্ত নেন তাঁর ফুসফুস প্রতিস্থাপন করা হবে। শিকাগোর নর্থওয়েস্টার্ন মেডিসিন হাসপাতাল জানিয়েছে, কঠিন অস্ত্রোপচারের পর এখন ওই যুবক বিপন্মুক্ত। থোরাসিস সার্জারির প্রধান ও নর্থ ওয়েস্টার্ন হাসপাতালের ফুসফুস প্রতিস্থাপন প্রোগ্রাম-এর সার্জিকাল ডিরেক্টর অঙ্কিত ভারত বলেছেন, এটি তাঁর জীবনের সব থেকে কঠিন অস্ত্রোপচার ছিল। এর আগে করোনাভাইরাসের সংক্রমণের মধ্যেও এশিয়ায় অন্য কোথাও কোনও করোনা রোগীর শরীরে এরূপ জটিল অস্ত্রোপচার হয়নি।

Leave a Comment