এবার ভুটান দখলের ছক কষছে আগ্রাসী চীন !

এবার ভুটান দখলের ছক কষছে আগ্রাসী চীন !

নিজস্ব প্রতিবেদন, এবার ভুটানের জমি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করছে চীন। বেশ কিছুদিন ধরে লাদাখে উত্তেজনার সৃষ্টি করছে চিন। এবার ভুটানের দিকে এগোচ্ছে। আসন্ন ২৫তম সীমানা বিষয়ক আলোচনায় এবার ভুটানের সামনে বিতর্কিত সীমান্ত এলাকাকে অধিগ্রহণ করতে চাইছে চীন। ২০১৭ সাল থেকে যখন চীন ক্রমাগত ডোকলামের মাটিতে উত্তেজনার সৃষ্টি করেছিল, তখন থেকেই ভুটানকে সাহায্য করছে ভারত।

ভুটানের এলাকার পশ্চিম দিকে ৩১৮ স্কোয়ার কিলোমিটার, আর কেন্দ্রীয় এলাকায় মোট ৪৯৫ স্কোয়ার কিলোমিটার এলাকাকে নিজের বলে দাবি করছে চিন, সেই পরিপ্রেক্ষিতে সর্বশক্তি দিয়ে এলাকা দখলের চেষ্টাও চালাচ্ছে। শিলিগুড়ি করিডরের পরেই যেহেতু ভুটানের সীমানা, তাই এটি ভারতের জন্য বিশেষ ভাবে তাৎপর্যপূর্ণ।

চীনকে টেক্কা দিতে করোনার আবহেও ফের ডোকলাম সীমান্তে নজরদারির তৎপরতা বাড়িয়েছে রয়্যাল ভুটান আর্মিও পিছিয়ে নেই। সামরিক স্তরেও ঢেলে সাজানো হচ্ছে ভুটানের বাহিনীকে। কূটনৈতিক মহলের বক্তব্য, ২০১৭ সালেই ভুটানের এলাকার ৪০ কিলোমিটার অঞ্চল জুড়ে ঢুকে পড়ে চিন। এখনো ভুটানের চুম্বি এলাকায় তারা দখল ধরে রেখেছে। এমনকি ওই এলাকায় জায়গায় নির্মাণ কাজ করতেও উদ্যোগী হয়েছে চিন।

ভারত-ভুটান-চিন ট্রাই জংশনে ঝাম্পেরি রিজে গেমাচেন পর্যন্ত চিনের সীমানা বাড়িয়ে নিতে তোর্সা নালার কাথে ভুটানে ঢুকে স্থানীয়দের জায়গা ছেড়ে চলে যাওয়ার হুমকিও দিচ্ছে চীনা সেনারা। অন্যদিকে, সাকতেং অভয়ারণ্য ঘিরেও ছক সাজাচ্ছে চিন।

Leave a Comment