ইউজিসি নেটের অ্যাডমিট কার্ড প্রকাশ হতে চলেছে

ইউজিসি নেটের অ্যাডমিট কার্ড প্রকাশ হতে চলেছে

নিজস্ব প্রতিবেদন, জাতীয় পরীক্ষামূলক সংস্থা তথা এনটিএ আজ ইউজিসি-নেট জুন সেশন পরীক্ষার জন্য প্রবেশ পত্র প্রকাশ করতে পারে। ইউজিসি-নেট প্রবেশপত্র জুন ২০২০ এনটিএর অফিসিয়াল ওয়েবসাইটে জারি করা হবে। শিক্ষার্থীরা এখান থেকে অ্যাডমিট কার্ড বা প্রবেশ পত্র ডাউনলোড করতে সক্ষম হবেন। তবে অ্যাডমিট কার্ড দেওয়ার তারিখ সম্পর্কে এনটিএ কর্তৃক কোনও সরকারী নোটিশ জারি করা হয়নি।তবে ইউজিসি নেট জুন সেশন এর পরীক্ষা দেশব্যাপী ১৬,১৮ এবং ২১ থেকে ২৫ সেপ্টেম্বর ২০২০ তে অনুষ্ঠিত হবে।

সরকারী বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে পরীক্ষার ১৫ দিন আগে ভর্তি কার্ডগুলি সরবরাহ করা হবে। প্রকাশ পাওয়ার পরে শিক্ষার্থীরা সরকারী ওয়েবসাইট- nta.ac.in এবং ugcnet.nta.nic.in- এ হলের টিকিট অ্যাক্সেস করতে পারবেন। এর আগে ইউজিসি নেট অ্যাডমিট কার্ড প্রায় এক মাস আগে প্রকাশ করা হত। তবে এবার পরীক্ষার ১৬ দিন আগে থেকে অ্যাডমিট কার্ড ডাউনলোড করা যাবে।এনটিএর জারি করা নোটিশে বলা হয়েছিল যে ইউজিসি নেট পরীক্ষার জন্য প্রবেশপত্র পরীক্ষা শুরুর ১৫ দিন আগে জারি করা হবে। এদিকে পরীক্ষা শুরু হতে আর মাত্র ১২ দিন বাকি রয়েছে। এর থেকে আশা করা যায় যে শীঘ্রই অ্যাডমিট কার্ড প্রকাশ করবে এনটিএ।

করোনা আবহে এনটিএও আবেদন সংশোধনের সময়সীমা বাড়িয়ে দিয়েছিল এবং পরীক্ষার কেন্দ্রগুলির পছন্দ বা ফটোগ্রাফ এবং স্বাক্ষর পরিবর্তনের মতো আবেদন ফর্মে উল্লিখিত বিবরণীতে সংশোধন করতে চেয়েছিল এমন প্রার্থীদের জন্য উইন্ডোটি পুনরায় খোলা হয়েছিল। আবেদনপত্রগুলি ২ য় সেপ্টেম্বর বুধবার বিকাল ৫ টা পর্যন্ত গ্রহণ করা হয়েছিল।

কিভাবে আজ প্রবেশ পত্র অনলাইনে সংগ্রহ করবেন দেখে নিন –

NTA UGC NET – এর ওয়েবসাইটে প্রবেশ করতে হবে, (ugcnet.nta.nic.ইন)

UGC NET 2020 admit card -এর লিঙ্ক তা ওপেন করতে হবে

যে নতুন পেজ খুলবে সেখানে Registered Candidates -রা sign in করবে।

এপ্লিকেশন নম্বর, কোড, জন্মের তারিখ লিখে ফর্মটা পূরণ করতে হবে।

তারপরই আপনার অ্যাডমিট কার্ড স্ক্রিনে এসে যাবে, সেই কার্ডটি ডাউনলোড করে নেবেন পরবর্তীকালে ব্যবহারের জন্য।

NTA তার অফিসিয়াল ওয়েবসাইটে মক টেস্টের সেট সরবরাহ করেছে, যা পরীক্ষার আগে অনুশীলনের টেস্টগুলি দিতে পারেন। টেস্টগুলি – https://nta.ac.in/Quiz -এই লিঙ্কে গিয়ে পাবেন।

পরীক্ষার্থী তাঁর সিলেবাস চেক করতে গেলে https://www.ugcnetonline.in/syllabus-new.php -এর লিঙ্কে যাবেন।

Leave a Comment