আমেরিকার পশ্চিমে বিস্তীর্ণ এলাকা দাবানলের কবলে

আমেরিকার পশ্চিমাংশের বিস্তীর্ণ এলাকা দাবানলের কবলে, আঞ্চলিক হওয়ার কারণে সেটি আরও দ্রুততার সাথে ছড়িয়ে পড়ছে এবং এর ফলে দাবানল নিয়ন্ত্রণ করা, দমকল কর্মীদের কাছে যথেষ্ট অস্বস্তির কারণ হয়ে দাঁড়াচ্ছে। ক্যালিফোর্নিয়া, ওরেগন এবং ওয়াশিংটনের বিস্তীর্ণ এলাকা দাবানলের কবলে। নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলতে থাকলেও ইতিমধ্যেই ভষ্মীভুত হয়েছে লাখেরও বেশি গাছ।

আমেরিকার মতো দেশে দাবানল নতুন কোনো ব্যাপার নয়, প্রতিবছরই এখানে আগুনে ভস্মীভূত হয় অরণ্য এলাকা তবে এ বছরের হিসেব অনুযায়ী প্রায় ২০ লক্ষ একর অরণ্য দাবানলের কবলে যা কিনা একটি রেকর্ড।

স্যাটেলাইট থেকে তোলা ছবিতে দৃশ্যমান হচ্ছে যে আমেরিকার পশ্চিম উপকূলের একটি বড় অংশ ঘন ধোঁয়ার চাদরে ঢেকে গেছে। আগুনের জেরে আকাশ লাল হয়ে আছে। আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট বারাক ওবামা স্বয়ং এই ঘটনার কিছু ছবি টুইটারে পোস্ট করেছেন। সামনে আমেরিকার প্রেসিডেন্ট ইলেকশনের কথা মাথায় রেখে দাবানলের সাথে জলবায়ু পরিবর্তনের প্রসঙ্গ টেনে তিনি আমেরিকার নাগরিকদের ভেবেচিন্তে ভোট দেওয়ার জন্য আবেদন করেন।

Leave a Comment