আজ আগস্ট মাসের ‘মন কি বাত’ অনুষ্ঠানে জাতির উদ্দেশ্যে ভাষণ মোদীর
নিজস্ব প্রতিবেদন, আজ আগস্ট মাসের ‘মন কি বাত’ অনুষ্ঠানে জাতির উদ্দেশ্যে ভাষণ দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিন প্রধানমন্ত্রী বলেছেন, সেপ্টেম্বর মাসকে ‘নিউট্রিশন মাস’ হিসাবে পালন করা উচিৎ। মোদী এদিন মন্তব্য করেছেন, শৈশবকালে পর্যাপ্ত পুষ্টির একটি শিশুর সঠিক শারীরিক এবং মানসিক উন্নয়ন নিশ্চিত করতে সাহায্য করে। তিনি আরও বলেছেন, মায়েদের জন্য ভাল পুষ্টিকর খাবারের ব্যবস্থা করতে পারলে, তা শিশুর স্বাস্থ্যের ক্ষেত্রেও সহায়ক হয়ে উঠবে।
এদিন অনুষ্ঠানে মোদী গর্ভবতী মহিলাদের জন্য পুষ্টিকর খাদ্যের গুরুত্ব সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছেন। আজকের ‘মন কি বাত’ অনুষ্ঠানে শিশুদের এবং মায়েদের- উভয়ের জন্যই সরকারের ‘MyGov’ অ্যাপ্লিকেশনে দেওয়া ডায়েট চার্ট এবং অন্যান্য পরামর্শের কথাও উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এদিন মন্তব্য করেছেন, সমগ্র জাতির নিরাপত্তা অভিযানে প্রশিক্ষিত সারমেয়রা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এদিন অনুষ্ঠানে মোদী ভারতীয় সেনাবাহিনীর কুকুর ভিডা এবং সোফি সম্পর্কেও দেশবাসীকে অবগত করেছেন। উল্লেখ্য, এই বছরের ৭৪তম স্বাধীনতা দিবস উপলক্ষে এই দুটি প্রশিক্ষণপ্রাপ্ত সারমেয়কে বিভিন্ন সেনা অপারেশনে তাদের গুরুত্বপূর্ণ ভূমিকার জন্য শংসাপত্র দিয়ে ভূষিত করা হয়েছে।
উল্লেখ্য, পরবর্তীকালে যদি কেউ বাড়িতে পোষ্য রাখতে চান, তাহলে যেন কোনো দেশীয় প্রজাতির কুকুরকেই আপন করে নেন, আজ অনুষ্ঠানে দেশবাসীর উদ্দেশ্যে এমনটাই আর্জি জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পাশাপাশি মোদী বলেছেন, “সাম্প্রতিক কালে ওনামের উৎসবের রেশ বিদেশেও ছড়িয়ে পড়েছে। আমেরিকা, ইউরোপ, উপসাগরীয়গুলিতেও ওনামের উদ্দীপনা ছড়িয়ে পড়েছে। ওনাম শীঘ্রই একটি আন্তর্জাতিক উৎসব হিসেবে পালিত হতে চলেছে।”
এদিন তিনি আরও বলেন, “আমাদের দেশীয় উৎসবগুলির সাথে প্রকৃতির এলটি নিবিড় সম্পর্ক রয়েছে।” তবে তিনি এও মনে করিয়ে দিয়েছেন, করোনা আবহে উৎসব পালন করতে গেলে দেশবাসীকে অতিরিক্ত সাবধানতা অবলম্বন করতে হবে।