আইপিএস অফিসারদের সর্বদা উর্দির প্রতি শ্রদ্ধাশীল থাকার বার্তা মোদির

আইপিএস অফিসারদের সর্বদা উর্দির প্রতি শ্রদ্ধাশীল থাকার বার্তা মোদির

নিজস্ব প্রতিবেদন, শিক্ষানবিশ আইপিএস অফিসারদের তাঁদের কাজ ও উর্দির প্রতি শ্রদ্ধাশীল থাকার বার্তা দিলেন প্রধানমন্ত্রী মোদী। উর্দিকে কখনও অসম্মান নয়, শিক্ষানবিশ আইপিএস-দের পরামর্শ প্রধানমন্ত্রীর। এদিন শিক্ষানবিশ আইপিএস অফিসারদের সঙ্গে ভার্চুয়াল আলাপচারিতা করেছেন প্রধানমন্ত্রী। তিনি বলেছেন, ভালো কাজ, বিশেষ করে করোনাভাইরাস অতিমারির সময় পুলিশ যে কাজ করেছে, তাতে খাকি উর্দির মানবিক দিকটি জনমানসে জায়গা করে নিয়েছে।

একই সঙ্গে তাঁর পরামর্শ, করোনা অতিমারির মধ্য যেভাবে পুলিশ বাহিনী কাজ করেছে, তাতে পুলিশের মানবিক মুখ মানুষের মনে জায়গা করে নিয়েছে৷ পরামর্শ দিয়ে নরেন্দ্র মোদি বলেন, “আপনারা এমন একটা পেশায় থাকবেন, যেখানে প্রতি মুহূর্তে অপ্রত্যাশিত কিছু মোকাবিলা করার জন্য আপনাদের প্রস্তুত এবং সতর্ক থাকতে হবে৷ আপনাদের প্রচুর চাপও থাকবে, তাই সবসময় নিজেদের কাছের মানুষের সঙ্গে কথা বলবেন৷ নিজেদের শিক্ষকের মতো যাঁদের পরামর্শকে মূল্য দেন, সুযোগ পেলেই এরকম কারও থেকে পরামর্শ নিন৷”সন্ত্রাসবাদের প্রসঙ্গে বলতে গিয়ে মোদি বলেছেন, একেবারেই শুরুতেই দেশের তরুণদের ভুল পথ গ্রহণ করাটা আটকাতে হবে।

হায়দরাবাদের সর্দার বল্লভভাই পটেল ন্যাশনাল পুলিশ অকাডেমিতে দীক্ষান্ত প্যারেড ইভেন্ট-এ আইপিএস শিক্ষানবিশদের সঙ্গে ভার্চুয়াল আলাপচারিতা করেছেন প্রধানমন্ত্রী।সন্ত্রাস দমন প্রসঙ্গে কথা বলতে গিয়ে তিনি বলেন, দেশের যুবসমাজ যাতে বিপথে না চালিত হয়, সেই জন্য শুরুতেই তাঁদের আটকাতে হবে৷প্রধানমন্ত্রী বলেন, এবছর করোনা পরিস্থিতিতে তিনি তরুণ আইপিএস অফিসারদের সঙ্গে কথা বলতে পারেননি। তবে, তিনি ক্ষমতায় থাকাকালীন নিশ্চয়ই ভবিষ্যতের এই আইপিএস অফিসারদের সঙ্গে তিনি দেখা করবেন৷

Leave a Comment