অতীতের সমস্ত রেকর্ড ভাঙল ভারতের করোনা রিপোর্ট

অতীতের সমস্ত রেকর্ড ভাঙল ভারতের করোনা রিপোর্ট

নিজস্ব প্রতিবেদন, আগের থেকে করোনার প্রকোপ এখন অনেক কমলেও করোনা আক্রান্তের সংখ্যা নেহাত কম নয়। ফের অতীতের সমস্ত রেকর্ড ভেঙে সারা বিশ্বের মধ্যে ভারতে দৈনিক আক্রান্ত গতকাল ছিল সর্বোচ্চ। বিগত তিনদিন দেশে দৈনিকে আক্রান্ত ৮৩ হাজার ছাড়িয়েছিল। তবে গতকাল দেশে দৈনিক আক্রান্ত ছিল ৯০ হাজারের উপরে। যা এযাবৎ সর্বাধিক।

ভারত মোট আক্রান্ত সংখ্যার নিরিখে একেবারে ব্রাজিলের দোরগড়ায় এসে দাঁড়িয়েছে। তাই বলা বাহুল্য, আগামী দুই থেকে তিন দিনের মধ্যে ভারত করোনা আক্রান্তের বিশ্বের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসবে।যদিও সক্রিয় রোগীর নিরিখে ভারত অনেক আগেই ব্রাজিলকে ছাপিয়ে গিয়েছে। চিন্তার বিষয় হলো যখন আমেরিকা ও ব্রাজিলে সক্রিয় রোগীর সংখ্যার গ্রাফ নিম্নমুখী। সেই সময় ভারত লাফিয়ে বাড়ছে সক্রিয় রোগীর সংখ্যা।

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের বুলেটিন অনুযায়ী শেষ চব্বিশ ঘন্টায় আক্রান্ত হয়েছে ৯০,৬৩২। তার আগের দিন দেশে দৈনিক আক্রান্ত ছিল ৮৬ হাজার জন। কেন্দ্রীয় স্বাস্থ্য বুলেটিন অনুসারে ৬ সেপ্টেম্বর মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত ভারতে করোনা আক্রান্তের সংখ্যা মোট ৪১ লক্ষ ১৩ হাজার ৮১৩ জন। ব্রাজিলে এই মুহূর্তে মোট করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ৪১ লক্ষ ২৩ হাজার। ভারতে সক্রিয় রোগীর সংখ্যা ৮ লক্ষ ৬২ হাজার ৩২০।

গতকাল সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৭৩ হাজারের বেশি মানুষ (৭৩,৬৪২)। আগের দিন এই সংখ্যাটা ছিল ৭০ হাজার। দেশে মোট সুস্থ রোগীর সংখ্যা ৩১ লক্ষ ৮০ হাজার ৮৬৫। ভারতে এখন সুস্থতার হার ৭৭.৩ শতাংশ। পাশপাশি শেষ চব্বিশ ঘন্টায় দেশে করোনায় বলি হয়েছে ১০৬৫ জন। কোভিড-১৯ সংক্রমণে এ যাবৎ দেশে মৃত্যু হয়েছে প্রায় ৭০,৬২৬ জনের। বিশ্বের অন্যান্য দেশের তুলনায় ভারতের মৃত্যুহার এখনও খানিকটা কম। সেটাই আতঙ্কের মধ্যে খানিকটা স্বস্তি দিচ্ছে। মৃত্যুহার ১.৮৭ শতাংশ।

গত ২৪ ঘন্টায় দেশে প্রায় ১০ লক্ষ ৯২ হাজার করোনা পরীক্ষা হয়েছে। সংক্রমণের নিরিখে এখনও বিশ্বে তৃতীয় স্থানে আছে ভারত।

Leave a Comment